
িরুদ্ধে আমরা অব্যাহতভাবে কথা বলে যাচ্ছি। কারণ এটি মিশরের আন্তর্জাতিক দায়বদ্ধতা ও আইনের শাসনের সাথে অসংগতিপূর্ণ। আদালতের এ রায় প্রাথমিক উল্লেখ করে তিনি আরো বলেন, ন্যায়বিচারের স্বার্থে সকল মিশরীয় নাগরিকের জন্যে একক বিচার প্রক্রিয়া অনুসরণের প্রয়োজনীয়তার ওপরও আমরা অব্যাহত জোর দিয়ে যাচ্ছি। উল্লেখ্য মিশরের আদালত অধিকাংশের অনুপস্থিতিতে শনিবার এ রায় ঘোষণা করে। আদালত তার চূড়ান্ত সিদ্ধান্ত দেবে আগামী ২ জুন। মিশরীয় আইন অনুযায়ী মৃত্যুদন্ডের আদেশসমূহ মুফতির কাছে পাঠানো হয়। তিনি ইসলামিক আইনের সরকারি ব্যাখ্যাদাতা ও উপদেষ্টা হিসেবে কাজ করেন। এছাড়া মুফতির সুপারিশের পরও বিবাদীরা আপিল করতে পারেন। মুরসি ২০১২ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন। মাত্র এক বছর ক্ষমতায় থাকার পর তিনি ২০১৩ সালের জুলাইয়ে ক্ষমতাচ্যুত হন। এদিকে রায় ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে সিনাই উপত্যকায় বন্দুকধারীদের হামলায় দুজন বিচারক, একজন কৌঁসুলি ও তাদের ড্রাইভার প্রাণ হারান। মার্কিন পররাষ্ট্রদপ্তর বলছে, তাদের কান্ডজ্ঞানহীভাবে খুন করা হয়েছে। এসএইচ
No comments:
Post a Comment