Thursday, May 7, 2015

লাঞ্চ বিরতি, পাকিস্তান ৪২৮/৪ :নতুন বার্তা

ঢাকা: টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্তের গ্লানিই টানছে বাংলাদেশ। ম্যাচের দ্বিতীয় দিনের প্রথম সেশনেই চারশো পেরিয়ে গেছে পাকিস্তানের স্কোর। প্রথম ইনিংসে রানের পাহাড় গড়ার পথেই আছে সফরকারীরা। দ্বিতীয় দিনের সকালে সাকিব মিসবাহকে ফেরালেও আজহার আলী, আসাদ শফিকের ব্যাট পোড়াচ্ছে বাংলাদেশকে। আজহার দেড়শো ছাড়িয়েছেন। আসাদ শফিক ১২তম হাফ সেঞ্চুরি করেছেন। তাদের জুটিটাও শত রান পেরিয়েছে। লাঞ্চ বিরতি শেষে পাকিস্তানের সংগ
্রহ চার উইকেটে ৪২৮ রান। আজহার ক্যারিয়ার সেরা ১৭৩ রানে, আসাদ শফিক ৫৮ রানে ব্যাট করছেন। ৩৩ ওভারের প্রথম সেশনে এক উইকেট হারিয়ে ১০৫ রান তুলেছে পাকিস্তান। দ্বিতীয় দিনের শুরুটা অবশ্য খারাপ ছিল না বাংলাদেশের। দিনের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে সাকিব বোল্ড করেন পাকিস্তান অধিনায়ক মিসবাহকে। এগিয়ে এসে খেলতে গিয়ে বলে-ব্যাটে করতে পারেননি মিসবাহ। তখনও দলের স্কোরবোর্ডে কোনো রান যোগ হয়নি পাকিস্তানের। মিসবাহ ৯ রান করেন। এরপর পাকিস্তান দলের মধ্যে উইকেট কামড়ে থাকার মিশনে বিখ্যাত আজহার ও আসাদ শফিক জুটি বাঁধেন। দুজন মিলে এই সেশনের বাকি সময়টা বাংলাদেশকে হতাশা উপহার দিয়েছেন। তবে সচল রেখেছিলেন দলের রানের চাকা। সাকিবের কিছু বল আজহারদের ভড়কে দিলেও পাকিস্তানের বিপদ হয়নি। আজহার, আসাদ পঞ্চম উইকেটে সুযোগ দেননি বাংলাদেশকে। এর আগে প্রথম দিনে ৩ উইকেটে ৩২৩ রান করেছিল পাকিস্তান। সেঞ্চুরি করেছিলেন ইউনুস খান ও আজহার আলী। ২৯তম টেস্ট সেঞ্চুরিতে ইউনুস ছুঁয়েছেন স্যার ডন ব্র্যাডম্যানকে। আজহার করেছিলেন ৮ম সেঞ্চুরি। নতুন বার্তা/ জেএ/জিহ  

No comments:

Post a Comment