Tuesday, May 26, 2015

ধরা-ছোঁয়ার বাইরেই মানবপাচারের মূলহোতারা:আরটিএনএন

ধরা-ছোঁয়ার বাইরেই মানবপাচারের মূলহোতারা নিউজ ডেস্ক আরটিএনএন ঢাকা: বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোতে মানবপাচারকারীদের ধরতে যে অভিযান চলছে, তা আদৌ কার্যকর হবে কিনা তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। আন্দামান সাগরে মানবপাচারের শিকার কয়েক হাজার বাংলাদেশি ও রোহিঙ্গা আটকে পড়ার পটভূমিতে কক্সবাজারসহ আশপাশের এলাকায় অভিযান চলছে বলে জানাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো। বলা হয়, মানবপাচারের পেছনে রয়েছে
প্রভাবশালী ব্যক্তিরা। স্থানীয় দালালদের দিয়ে তারা কাজ করিয়ে নেয় এবং প্রভাবশালী গডফাদাররা রয়ে যায় ধরা-ছোঁয়ার বাইরে। ঠিক তেমনটাই হবে বলে আশঙ্কা করছেন কক্সবাজারে মানবপাচার প্রতিরোধ কমিটির সভাপতি মো. আবুল কাশেম। তিনি বলেন, ‘চলমান অভিযানে প্রভাবশালী মানবপাচাকারীদের ধরা হচ্ছে না। শুধু কয়েকজন ছোট মাপের দালালকে আটক করা হয়েছে।’ যে অভিযান চলছে তাও চোখে পড়ার মতো নয় বলে জানান আবুল কাশেম। প্রভাবশালী গডফাদারদের আদৌ ধরা হবে কিনা বা তাদের বিচার হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি। আবুল কাশেমের মতে, স্থানীয় প্রশাসন তাদের চেনে ও জানে কিন্তু তাদের তারা ধরবেন বলে মনে হয় না। তাই স্থানীয় প্রশাসনের অভিযান কার্যকর হবে না। সেজন্য দরকার একেবারে সরকারের উঁচু মহল থেকে আসা কার্যক্রম। তিনি আশঙ্কা করছেন, ‘এখন আন্দামান সাগরে উদ্ভূত সমস্যার কারণে হয়তো কিছুদিন অভিযান চলবে। প্রভাবশালী মানবপাচারকারীরা তখন বিদেশে পালিয়ে থাকবে। কিছুদিন পর থেমে যাবে অভিযান এমনকি আন্দোলনও। আর তখন মানবপাচারকারী পুরোদমে আবার তাদের কাজ শুরু করবে।’ সূত্র: বিবিসি বাংলা মন্তব্য      

No comments:

Post a Comment