নেপালে ১০ হাজার টন চাল ও পর্যাপ্ত পানি পাঠাবে বাংলাদেশ নিউজ ডেস্ক আরটিএনএন ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত লোকদের জন্য ১০ হাজার টন চাল ও পর্যাপ্ত পরিমাণ পানি পাঠাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। সোমবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী জানান, ‘প্রধানমন্ত্রী জরুরিভিত্তিতে নেপালে চাল ও পানি পাঠাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।’ তিনি ব
লেন, বিমান ও সড়ক পথে পর্যায়ক্রমে চাল ও পানি পাঠানো হবে। প্রসঙ্গত, গত ২৫ এপ্রিল ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে এ পর্যন্ত ৭ হাজার ২৫০ জন নিহত এবং ১৪ হাজার ১২২ জন আহত হয়েছে। এ ছাড়া ভূমিকম্পে কয়েক হাজার বাড়িঘর ও স্থাপনা ধ্বংস হয়েছে। মন্তব্য
No comments:
Post a Comment