Sunday, May 10, 2015

ইয়েমেনে যুদ্ধবিরতির প্রস্তাবে হুথিদের সম্মতি:আরটিএনএন

ইয়েমেনে যুদ্ধবিরতির প্রস্তাবে হুথিদের সম্মতি আন্তর্জাতিক ডেস্ক আরটিএনএন কায়রো:  ইয়েমেনে পাঁচ দিনের মানবিক যুদ্ধবিরতির যে প্রস্তাব সৌদি আরব দিয়েছে তা গ্রহণ করেছে ইরান সমর্থিত হুথি যোদ্ধারা। তবে তারা সতর্ক করে দিয়ে বলেছে যে যুদ্ধবিরতি লঙ্ঘন হলে তারা তার জবাব দেবে। শুক্রবার সৌদি আরব ঘোষণা দেয় যে হুথিরা মেনে নিলে মঙ্গলবার থেকে ৫ দিনের যুদ্ধবিরতিতে সম্মত সৌদি আরব। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আবদ রা
ব্বু মনসুর হাদিকে পুনবর্হালের জন্য গত ২৬ মার্চ থেকে ইয়েমেনে বিমান হামলা চালাচ্ছে সৌদি আরব ও তার আরব মিত্ররা। ইয়েমেনে উত্তরে গত শুক্রবার থেকে সৌদি বিমান হামলা জোরদারের প্রেক্ষাপটে হুথিরা যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে। মঙ্গলবার রাত ১১টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে। মূলত আন্তর্জাতিক দাতাদের মানবিক সাহায্য পৌঁছানোই এ যুদ্ধবিরতির লক্ষ্য। শনিবার হুথিদের এক বিবৃতিতে বলা হয়, ইয়েমেনের জনগণের দুর্ভোগ লাগবের জন্য যে কোনো পদক্ষেপকে তারা ইতিবাচকভাবে নিবে। তবে বর্তমান সংঘাতের রাজনৈতিক সমাধানের জন্য জাতিসংঘের মধ্যস্ততায় আবারো সংলাপের আহ্বান জানিয়েছে হুথিরা। ইয়েমেনে সাম্প্রতিক সংঘাতে অন্তত ১৪০০ লোক নিহত এবং ৬০০০ লোক আহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। সূত্র: এএফপি মন্তব্য      

No comments:

Post a Comment