পশ্চিমবঙ্গে বাজি কারখানায় বিস্ফোরণে নিহত ১১ আন্তর্জাতিক ডেস্ক আরটিএনএন ঢাকা: ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের পিংলা গ্রামে একটি বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন আরো ৬ জন। যদিও গ্রামবাসীদের দাবি, এ বিস্ফোরণে ১৫ জনের মৃত্যু হয়েছে। তবে জেলা পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে মৃতের সংখ্যা ১১ জন। বুধবার রাতে বিকট শব্দে কেঁপে ওঠে গোটা গ্রা
ম। বিস্ফোরণের তীব্রতা এতোটাই বেশি ছিল যে কারখানাটির আর কোনো অস্তিত্বই নেই। গ্রামবাসীদের দাবি এই বেআইনি বাজি কারখানার মালিকের নাম রঞ্জন মাইতি। নামে বাজি কারখানা হলেও, এই বাড়ির মধ্যে দরজা বন্ধ করে বোমাও তৈরি করা হতো। আর সেই বোমা তৈরি করতে গিয়েই হয়তো এ দুর্ঘটনা ঘটেছে। তবে আহত এক বাজি কারিগর ফারুক পুলিশকে ঘটনার বিবরণ জানিয়েছেন। পুলিশের বরাত দিয়ে কলকাতার কয়েকটি টেলিভিশন চ্যানেল জানায়, গতকাল রাত ১১টার দিকে পিংলা থানার ব্রাহ্মণবাড় গ্রামে ওই কারাখানায় একজন কারিগরের বিড়ির ফুলকি থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে। সেখানে বাজি তৈরির কাজ করছিল ৮ থেকে ১৮ বছরের কিশোর ও যুবকেরা। এই বিস্ফোরণের মাত্রা এতটাই তীব্র ছিল যে বাড়ি থেকে ১০০ মিটার দূরের গাছে পর্যন্ত নিহত ব্যক্তিদের লাশের ছিন্নভিন্ন অংশ ঝুলে থাকতে দেখা যায়। বিস্ফোরণে কারখানাটি ভস্মীভূত হয়। বিস্ফোরণে কারখানার মালিক রাম মাইতি এবং তার স্ত্রীও মারা যান। এলাকাবাসী জানায়, রাম মাইতি তৃণমূল কর্মী রঞ্জন মাইতির কাছ থেকে কারখানাটির জন্য এই বাড়ি ভাড়া নিয়েছিলেন। পুলিশ বাড়ির মালিক রঞ্জন মাইতিকে গ্রেপ্তার করেছে। মন্তব্য
No comments:
Post a Comment