Tuesday, May 19, 2015

অবরোধে সহিংসতা নিয়ে প্রতিবেদন দিন, টিআইবিকে হাছান:আরটিএনএন

অবরোধে সহিংসতা নিয়ে প্রতিবেদন দিন, টিআইবিকে হাছান নিজস্ব প্রতিবেদক আরাটএনএন ঢাকা: বিএনপি জোটের অবরোধে ‘সহিংসতা’ নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশকে (টিআইবি) প্রতিবেদন দেয়ার আহ্বান জানালেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় টিআইবির উদ্দেশ্য হাছান মাহমুদ বলেন, ‘যারা বিদেশি অর্থায়নে বড়বড় হোটেলে বসে গবেষণা লদ্ধ তথ্
য উপস্থাপন করেন, দয়া করে বিএনপি-জামায়াতের হরতাল অবরোধের  সময় ৯২ দিন ধরে চলা সহিংসতাও নৈরাজ্যের উপর একটি প্রতিবেদন তৈরি করুন।’ ‘এর পেছনে কারা অর্থায়ন করেছে তা নিয়ে প্রতিবেদন দিন। বহুদিন আগেই এ প্রতিবেদন দেওয়া আপনাদের উচিত ছিল।’ তিন সিটি নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে এবং দলীয় মনোয়নন পেতে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে বলে টিআইবির প্রতিবেদন প্রকাশের পরদিন হাছান মাহমুদ এসব মন্তব্য করলেন। সম্প্রতি অনুষ্ঠিত ভারতের কলকাতা পৌর নির্বাচনের সঙ্গে বাংলাদেশের ৩ সিটি নির্বাচনের তুলনামূলক প্রতিবেদন দেওয়ারও আহ্বান জানান তিনি। শেখহাসিনার ৩৪তম স্বদেশ প্রর্ত্যাবর্তন দিবস উপলক্ষ্যে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে। বিএনপির আন্তজার্তিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপনের বক্তব্যের জবাবে আওয়ামী লীগের এই নেতা বলেন, গণতন্ত্র ও উন্নয়ন একে অপরেরপরিপূরক। দুটিই সমান তালে চলতে হয়। আওয়ামী লীগ দুটিই চায়। কিন্তু বিএনপি গণতন্ত্র ও উন্নয়নের শত্রু। গণতন্ত্র ও উন্নয়ন ব্যাহত করার জন্য তারা পেট্রোল বোমা মেরেছে, দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। বিএনপি নেতা সালাহ উদ্দিন প্রসঙ্গে তিনি বলেন,  মেঘালয় থেকে তিনি আপন আলোয় অর্থ্যাৎ দেশে আসতে চান। কিন্তু তাকে বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে। কারণ ৯২ দিন ধরে যে ‘ধ্বংসযজ্ঞ’ চলেছে তাতে শুধু বিএনপি নেত্রী খালেদা জিয়াই দায়ী নন, সালাহ উদ্দিন আহমেদও সমান দায়ী। সংগঠনের উপদেষ্টা আব্দুল্লাহ আল কায়সারের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, অ্যাডভোকেট বলরাম পোদ্দার ও আব্দুল হাই কানু প্রমুখ। মন্তব্য      

No comments:

Post a Comment