অবশেষে শার্লি এবদো ছাড়ছেন সেই ফরাসি কার্টুনিস্ট আন্তর্জাতিক ডেস্ক টাইম নিউজ বিডি, ১৯ মে, ২০১৫ ১৩:২২:১৭ গত জানুয়ারিতে ফ্রান্সের ব্যঙ্গধর্মী সাপ্তাহিক শার্লি এবদোতে মুসলিম বিশ্বের নবী হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে বিতর্কিত কার্টুন ছাপানোয় এর অফিসে হামলা চালানো হয়। আর হামলার পর আবারও মুসলিম বিশ্বের নবী হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে শার্লির এবদোর প্রচ্ছদ করা হয়। আর সেই প্রচ্ছদ করেছিলেন রেনাল্ড লুজিয়ার
। যিনি লুজ নামেই পরিচিত। তিনি জানিয়েছেন, ওই প্রকাশনা সংস্থাটিতে আর কাজ করবেন না। ফরাসি গণমাধ্যম লিবারেশনকে দেওয়া এক সাক্ষাৎকারে লুজ বলেন, চলতি বছরের সেপ্টেম্বরে তিনি চাকরিটা ছেড়ে দেবেন। আজ মঙ্গলবার গণমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। লুজ বলেন, প্যারিস হামলায় সহকর্মীদের প্রাণহানির পর তার ওপর বেশ চাপ বেড়েছে। এত চাপ সামলাতে কষ্ট হচ্ছে বলেই তিনি শার্লি এবদো ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে গত মাসে লুজ জানিয়েছিলেন, মুসলিম সম্প্রদায়ের সর্বশেষ নবী হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে তিনি আর কার্টুন আঁকবেন না। শার্লি এবদোর জানুয়ারি ২০১৫ এর এক সংখ্যায় প্রচ্ছদ এঁকেছিলেন লুজ। প্রচ্ছদ কার্টুনের চরিত্র ছিলেন মোহাম্মদ (সা:)। সেই কার্টুনের ওপর লেখা ছিল ‘অল ইজ ফরগিভেন’। আর তার নিচে লেখা ছিল ‘জো সুই শার্লি’। এর আগে ৭ জানুয়ারি, প্যারিসে শার্লি এবদোর কার্যালয়ে সশস্ত্র হামলা চালায় জিহাদিরা। এতে অন্তত ১২ জন নিহত হন। এরপর লুজের আঁকা প্রচ্ছদের ওই সংখ্যাটির আশি লক্ষ কপি ছাপা হয়। যা ফরাসি গণমাধ্যমের ইতিহাসে রেকর্ড। কিন্তু সহকর্মীরা নিহত হওয়ার বিষয়টি এখনও মেনে নিতে পারছেন না লুজ। তিনি বলেন, ‘তারা চলে যাওয়ার পর প্রতিটা ইস্যুই মনে হয় যেন এক একটা নির্যাতন।’ লুজ বলেন, ‘চার্ব, চাবু, অঁরে, তিগনুস—ওদের মৃত্যু এখনও প্রতি রাতে আমাকে নির্ঘুম রাখে।’ প্রসঙ্গত, ১৯৯২ সালে শার্লি এবদোতে যোগ দিয়েছিলেন কার্টুনিস্ট লুজ। সূত্র: বিবিসি এসএইচ/এমকে
No comments:
Post a Comment