পিন্টুর মরদেহ ঢাকায়, শ্রদ্ধা জানাবেন খালেদা নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি নাসির উদ্দিন আহম্মেদ পিন্টুর মরদেহ ঢাকায় আনা হয়েছে। সোমবার সকালে সরাসরি হাজারীবাগের বাসায় মরদেহ নেওয়া হয়। এর সেখানে কান্নার রোল পড়ে যায়। এদিকে, নাসির উদ্দিন আহম্মেদ পিন্টুর মরদেহে শ্রদ্ধা জানাতে সোমবার সকাল সাড়ে ১০টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন বে
গম খালেদা জিয়া। চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার আরটিএনএন- কে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। আগেই অবশ্য বিএনপি এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, সোমবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নাসির উদ্দিন আহম্মেদ পিন্টুর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে রবিবার রাত পৌনে ১২টায় রাজশাহীতে প্রথম নামাজে জানাজা শেষে পিন্টুর লাশবাহী অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশে রওনা হয়। রাজশাহীর হেতেম খাঁ বড় মসজিদ চত্বরে তার এই জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন হেতেম মসজিদের ইমাম মুফতি ইয়াকুব। জানাজায় রাজশাহী মহানগরের ২০ দলের নেতাকর্মীসহ স্থানীয়রা অংশগ্রহণ করেন। এর আগে পিন্টুর মরদেহ গ্রহণ করে পরিবারের সদস্যরা। রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক ডিপার্টমেন্ট থেকে রাত ১১টায় তার লাশ গ্রহণ করেন ছোট ভাই নাসিম উদ্দিন আহম্মেদ রিন্টু, চাচাতো ভাই সালাউদ্দিন ও আইনজীবী রফিকুল ইসলাম খান। জানাজা পূর্ব বক্তব্যে হাসপাতাল ও কারা কর্তৃপক্ষের অবহেলাকেই ভাইয়ের মৃত্যুর জন্য দায়ী করেন নাসিম উদ্দিন আহম্মেদ রিন্টু। উল্লেখ্য, কারাবন্দী বিএনপি নেতা নাসির উদ্দিন আহম্মেদ পিন্টু গতকাল রবিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন সাংবাদিকদের জানান, নাসিরউদ্দিন পিন্টুকে আজ দুপুর ১২টা ১০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পিন্টু তখনই মৃত ছিলেন। মন্তব্য
No comments:
Post a Comment