Tuesday, May 19, 2015

জল্লাদ চেয়ে বিজ্ঞাপন দিল সৌদি আরব:আরটিএনএন

জল্লাদ চেয়ে বিজ্ঞাপন দিল সৌদি আরব আন্তর্জাতিক ডেস্ক আরটিএনএন রিয়াদ: রক্তারক্তিতে যাদের হৃদয় একটুকু কাঁপে না তারা সৌদি সরকারের চাকুরি পেতে পারেন। আটজন জল্লাদ নিয়োগের জন্য বিজ্ঞাপন দিয়েছে সৌদি সরকার। বেসামরিক পদে নিয়োগের জন্য সৌদি সরকারের ওয়েবসাইটে বিজ্ঞাপনটি দেয়া হয়েছে। এতে বলা হয়েছে প্রার্থীদের কোনো ব্যক্তিগত যোগ্যতার দরকার নেই। তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করতে সক্ষম হতে হবে। মৃত্যুদণ্ড কা
র্যকরের পাশাপাশি তাদেরকে অঙ্গচ্ছেদ করার দায়িত্বও পালন করতে হবে। তবে রক্তারক্তির এ কাজের জন্য বেতন খুব একটা বেশি নয়। এই চাকুরিটিকে ‘ধর্ম মন্ত্রণায়ের’ অধীনে রাখা হয়েছে। বেতনের দিক থেকে এটা নীচের গ্রেডের চাকুরি। মৃত্যুদণ্ড কার্যকরের দিক থেকে সৌদি আরব এখন বিশ্বে তৃতীয়। এর আগে রয়েছে চীন ও ইরান। সৌদি আরবের পরে রয়েছে ইরাক ও যুক্তরাষ্ট্র। সৌদি আরবে সাধারণত শিরোচ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, গত বছর সৌদি আরব ৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করে। কিন্তু চলতি বছর ইতোমধ্যেই ৮৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, এদের বেশিরভাগই হত্যাকারী বলে অভিযোগ। তবে ৩৮ ছিলেন মাদক ব্যবসায়ের সাথে সংশ্লিষ্ট। যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তাদের অর্ধেক সৌদি নাগরিক আর বাকি অর্ধেক পাকিস্তান, ইয়েমেন, সিরিয়া, জর্ডান, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, বার্মা, শাদ, ইরিত্রিয়া, ফিলিপাইন ও সুদানের নাগরিক। সূত্র: মেট্রো মন্তব্য      

No comments:

Post a Comment