Monday, May 11, 2015

নগরীতে স্বস্তির বৃষ্টিতেও দুর্ভোগ:আরটিএনএন

নগরীতে স্বস্তির বৃষ্টিতেও দুর্ভোগ নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: গত কয়েক দিন ধরেই তীব্র দাবদাহে অতিষ্ট রাজধানী ঢাকার বাসিন্দারা। সোমবার ঘুম ভেঙে সে অবস্থা থেকে কিছুটা হলেও রেহাই পেয়েছেন তারা। কারণ ভোরে হঠাৎ করেই সূর্য্যের আলো। কিছু পরেই নেমে আসে অন্ধকার। বৈশাখের শেষদিকে এসে আভাস দিতে থাকে কাল বৈশাখীর। তবে ঝড় অতটা না হলেও প্রায় আধা-ঘণ্টা ধরে হয় ঝুম বৃষ্টি। এর আগে সকাল সাড়ে সাতটার দিকে হুট
করে গুমোট রূপ নেয় আকাশ। চারদিক ছেয়ে যায় কালো মেঘে। সাতসকালে ঢাকায় নামে রাতের অন্ধকার। সড়কে থাকা গাড়িগুলো জ্বেলে দেয় লাইট। হু হু করে বইতে থাকে ঠান্ডা বাতাস। মানুষজন ছোটে এদিক-সেদিক। এরপর আটটার দিকে আকাশ ভেঙে নামে বৃষ্টি। এই বৃষ্টিতেই নগরবাসীকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেখা যায়। তবে পরক্ষণেই যারা ঘর থেকে বের হয়েছেন, তারা পড়েছেন চরম দুর্ভোগে। নগরীর বেশিরভাগ সড়কে পানি জমে গেছে। গলির রাস্তাগুলোর পানি হাঁটুর উপরে। এসব ভোগান্তি ঠেলে অভিভাবকরা সন্তানদের নিয়ে ছুঁটেছেন স্কুলে। কর্মমুখী মানুষকে যেতে হয়েছে গন্তব্যে। এই সুযোগ বুঝে রিকশা আর সিএনজিচালিত অটোরিকশাগুলোকে গলা কাটা ভাড়া হাঁকাতে দেখা গেছে। এদিকে, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকা, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সঙ্গে থাকতে পারে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গার ক্ষেত্রেও একই পূর্বাভাস প্রযোজ্য। আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মন্তব্য      

No comments:

Post a Comment