Wednesday, May 20, 2015

কৃষিতে অবদানের জন্য প্রধানমন্ত্রীকে সম্মাননা:আরটিএনএন

কৃষিতে অবদানের জন্য প্রধানমন্ত্রীকে সম্মাননা নিউজ ডেস্ক আরটিএনএন ঢাকা: যুক্তরাষ্ট্রের কোরনেল বিশ্ববিদ্যালয় বাংলাদেশের কৃষিতে উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মাননাপত্র দিয়ে সম্মান জানিয়েছে। বিশ্ববিদ্যালয়ের সফরকারী পরিচালক রোনি কোফিম্যান বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের পক্ষে বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে স
াক্ষাৎ করে সম্মাননা পত্রটি হস্তান্তর করেন। প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি একেএম শামীম চৌধুরী বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ড্যাভিড জে স্কোরটন স্বাক্ষরিত সম্মাননাপত্রে বলা হয়, বাংলাদেশে কৃষি খাতের উন্নয়নে এবং খাদ্য উৎপাদনে স্বাবলম্বিতা অর্জনে এবং বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসনিার অবদানকে সমর্থন জানাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মাননাপত্রটি গ্রহণ করে বলেন, কৃষিতে উন্নয়নের জন্য তার সরকারের বিভিন্ন বাস্তবমুখী পদৰেপ গ্রহণের জন্য এটি সম্ভব হয়েছে। শেখ হাসিনা বলেন, তার সরকারের এখন লক্ষ্য দেশের ১৬ কোটি মানুষের পুষ্টি নিশ্চিত করা। রোনি কোফিম্যান বাংলাদেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং কৃষিখাতে প্রযুক্তি উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন। কোরনেল বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে প্রযুক্তি হস্তান্তর করেন। রোনি কোফিম্যান প্রধানমন্ত্রীকে জানান, নতুন বিটি বেগুন ফসলকে কীট-প্রতঙ্গের আক্রমণ থেকে রক্ষা করতে পারে। প্রধানমন্ত্রী বিটি বেগুন আবিষ্কার করার জন্য কোরনেল বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানান। মন্তব্য      

No comments:

Post a Comment