Thursday, May 7, 2015

চার উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ:আরটিএনএন

চার উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ খেলা প্রতিবেদক আরটিএনএন ঢাকা: ঢাকা টেস্টে প্রথম ইনিংসে পাকিস্তানের করা ৫৫৭ রানের জবাবে ব্যাট করতে নেমে চার উইকেট হারিয়েছে চাপে পড়েছে বাংলাদেশ। দুই ওপেনার তামিম-ইমরুলের পর সাজঘরে ফিরেছেন মুমিনুল ও মাহমুদুল্লাহ। ইনিংসের প্রথম ওভারেই আউট হয়েছেন আগের টেস্টের ডাবল সেঞ্চুরিয়ান তামিম ইকবাল। চার বল খেলে মাত্র ৪ রান করে জুনায়েদ খানের বলে এলবিডব্লিউ হয়েছেন তামিম। আর ১৩ র
ান করে উইকেটরক্ষক সরফরাজ আহমেদের হাতে ধরা পড়ে জুনায়েদের দ্বিতীয় শিকারে পরিণত হন মুুমিনুল হক। দলীয় ৬৯ রানে তৃতীয় আঘাত আসে বাংলাদেশ ইনিংসে। স্পিনার ইয়াসির শাহ'র বলে বোল্ড হন ইমরুল কায়েস। ৪৬ বলে ৩২ রান করেন ইমরুল। ৮৫ রানের মাথায় আবার আঘাত। ওয়াহাব রিয়াজের বাউন্সার ঠিকমতো খেলতে না পেরে আজহার আলীর হাতে ক্যাচ দেন মাহমুল্লাহ রিয়াদ। ফেরার আগে ৩২ বলে চারটি চারে রিয়াদ করেন ২৮ রান। এখন ক্রিজে আছেন অধিনায়ক মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। এরআগে আজহার আলীর ডাবল সেঞ্চুরি, ইউনুস খা ও আসাদ শফিকের সেঞ্চুরিতে ভর করে ৮ উইকেটে ৫৫৭ রানে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। মন্তব্য      

No comments:

Post a Comment