দ্বিতীয় দিনেও দাপট পাকিস্তানের খেলা প্রতিবেদক আরটিএনএন ঢাকা: প্রথম দিনের মতো ঢাকা টেস্টের দ্বিতীয় দিনেও দাপট দেখালো পাকিস্তান। প্রথম ইনিংসে ৫৫৭ রানে ইনিংস ঘোষণার পর শেষ সেশনে বাংলাদেশের ৫ উইকেট তুলে নিয়েছে তারা। পাকিস্তানের প্রথম ইনিংসের জবাবে দিতে নেমে ৪ উইকেট হারিয়ে ‘ব্যাকপুটে’ থেকেই দিন শেষ করে বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলা শেষে ৫ উইকেট হারিয়ে ১০৭ রান করেছে টাইগাররা। পাকিস্তানের রান পাহ
াড়ের জবাব দিতে নেমে ইনিংসের প্রথম ওভারেই আউট হন আগের টেস্টে ডাবল সেঞ্চুরিয়ান তামিম ইকবাল। চার বল খেলে মাত্র ৪ রান করে জুনায়েদ খানের বলে এলবিডব্লিউ হন তিনি। আর ১৩ রান করে উইকেটরক্ষক সরফরাজ আহমেদের হাতে ধরা পড়ে জুনায়েদের দ্বিতীয় শিকারে পরিণত হন মুমিনুল হক। দলীয় ৬৯ রানে তৃতীয় আঘাত আসে বাংলাদেশ ইনিংসে। স্পিনার ইয়াসির শাহ'র বলে বোল্ড হন ইমরুল কায়েস। ৪৬ বলে ৩২ রান করেন ইমরুল। ৮৫ রানের মাথায় আবার আঘাত। ওয়াহাব রিয়াজের বাউন্সার ঠিকমতো খেলতে না পেরে আজহার আলীর হাতে ক্যাচ দেন মাহমুল্লাহ রিয়াদ। ফেরার আগে ৩২ বলে চারটি চারে রিয়াদ করেন ২৮ রান। বাংলাদেশের বড় সর্বনাশ হয় ইনিংসের শেষ ওভারে। দিনের শেষ বলের আগে বলে উইকেট ছেড়ে খেলতে গিয়ে বোল্ড মুশফিকুর রহিম। ফেরার আগে মুশফিক করেন ১২ রান। পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট নেন জুনায়েদ খান ও ইয়াসির শাহ। অপর উইকেটি পান ওয়াহাব রিয়াজ। এরআগে আজহার আলীর ডাবল সেঞ্চুরি ও আসাদ শফিকের সেঞ্চুরিতে ভর করে ৮ উইকেটে ৫৫৭ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান। মন্তব্য
No comments:
Post a Comment