Tuesday, May 19, 2015

সংঘাত নয়, শান্তির উদ্দেশ্যে কাজ করছি: শেখ হাসিনা:টাইমনিউজ

সংঘাত নয়, শান্তির উদ্দেশ্যে কাজ করছি: শেখ হাসিনা স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ১৮ মে, ২০১৫ ১৮:১৯:১০ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা সংঘাত নয়, শান্তির উদ্দেশ্যে কাজ করে যাচ্ছি। আমরা চাই দেশে শান্তি বিরাজ করুক, বাংলাদেশ তথ্য প্রযুক্তিতে এগিয়ে যাক।  সোমবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবসের উদ্বধোনী অনুষ্ঠানের বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্র
ী বলেন, তথ্য প্রযুক্তিতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সকল ব্যবস্থা গ্রহন করেছি। আমরা বিশ্বের সবচেয়ে বড় জাতীয় ওয়েব সাইট 'জাতীয় তথ্য বাতায়ন' করেছি। যাতে ২৫ হাজার ওয়েবসাইট সংযোজন করা হয়েছে। এছাড়া সবক্ষেত্রেই এখন অনলাইন নিয়ম চালু করা হচ্ছে। তিনি আরো বলেন, দেশের সবাই যাতে শিক্ষা অর্জন করতে পারে তাই আমরা বিনা মূল্যে বই দেয়ার ব্যবস্থা করেছি। খাদ্যে সয়ং সম্পূর্নতা অর্জন করেছি যাতে কারো কাছে হাত পাততে না হয়। বিএনপির ৫ জানুয়ারীর আন্দোলনের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন. আমরা যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি তখন প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মনুষ্য দুর্যোগ আমাদের অগ্রগতিকে থামিয়ে দেয়ার অপচেষ্টা চালাচ্ছে। ৫ জানুয়ারী থেকে ৯২ দিন মনুষ্য দুর্যোগ মোকাবেলা করতে হয়েছে আমাদের। শেখ হাসিনা বলেন, ২০২১ সালে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তুলবো আর ২০৪১ সালে বাংলাদেশ হবে উন্নত দেশ। হত দরিদ্র মানুষ যাতে দেশে না থাকে সেই উদ্দেশ্য নিয়ে সরকার কাজ করে যাচ্ছে। আমাদের অর্থনীতির অগ্রযাত্রার কারণে দারিদ্রতা কমেছে বলে জানান প্রধানমন্ত্রী। ইআর

No comments:

Post a Comment