Monday, May 4, 2015

মোদি মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছেন: আল কায়দা:আরটিএনএন

মোদি মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছেন: আল কায়দা আন্তর্জাতিক ডেস্ক আরটিএনএন ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টার্গেট করেছে আল কায়দা ইন দা ইন্ডিয়ান সাব কন্টিনেন্ট (একিউআইএস)। গত শনিবার গোষ্ঠীর প্রচার বিষয়ক অঙ্গ সংগঠন আস সাহাব একটি ভিডিও বার্তায় এই কথা ঘোষণা করেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম জীনিউজ। ‘ফ্রান্স থেকে বাংলাদেশ’ শিরোনামে প্রকাশিত ওই ভিডিওবার্তায় একিউআইএসের প্রধান মৌ
লানা আসিম উমর বলেছেন, ‘এই বিষয়টি কোনও দিনও ধামাচাপা পড়বে না।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছেন বলেও তিনি দাবি করেছেন। ভারতীয় বংশোদ্ভুত উমার জানিয়েছেন ‘ওয়ার্ল্ড ব্যাংক ও আইএমএফ নীতি, ড্রোন হামলা, কেরি-লুগার বিল, শার্লি এবদোর লেখা, জাতিসংঘ সনদ, নৈতিকতার নামে মুফতিদের বক্তব্য ও নরেন্দ্র মোদীর বক্তব্য এসব কছিুর মাধ্যমেই মুসলিমদের বিরুদ্ধে হামলাকে উৎসাহিত করা হচ্ছে। এটাও এক ধরনের যুদ্ধ।’  এই ভিডিওতে বাংলাদেশ ও পাকিস্তানের বেশ কয়েকজন ব্লাগারকে হত্যার দায় স্বীকার করেছে জঙ্গিরা যাদের অন্যতম হচ্ছেন ব্লগার অভিজিৎ রায়। গত ফেব্রুয়ারিতে তিনি ঢাকায় আততায়ীদের হাতে নিহত হয়েছিলেন। ভারতীয় উপমহাদেশে গত বছর নিজেদের একটি শাখা সংগঠন ‘কায়েদা আল-জিহাদ’ প্রতিষ্ঠার কথা ঘোষণা করেছিলেন আল কায়েদা প্রধান আইয়ামান আল-জাওয়াহিরি। তবে একিউআইএসের প্রধান মৌলানা আসিম উমর সম্পর্কে বেশি কিছু জানা যায়নি। তিনি সম্ভবত উত্তর ভারতে জন্ম নিয়েছিলেন। নব্বই দশকে তিনি ভারত ছেড়ে পাকিস্তানে চলে যান। সূত্র: জীনিউজ মন্তব্য      

No comments:

Post a Comment