Wednesday, May 20, 2015

ত্রুটিপূর্ণ এয়ারব্যাগ: যুক্তরাষ্ট্রে সাড়ে তিন কোটি গাড়ি প্রত্যাহার :নতুন বার্তা

ত্রুটিপূর্ণ এয়ারব্যাগ যুক্ত থাকবার জন্য যুক্তরাষ্ট্র থেকে প্রায় তিন কোটি চল্লিশ লাখ গাড়ি প্রত্যাহার করতে হচ্ছে জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে। পৃথিবীর ইতিহাসে এটিই হতে যাচ্ছে সর্বোচ্চ সংখ্যক গাড়ি বাজার থেকে তুলে নেবার ঘটনা। তাকাতা নামে একটি জাপানি প্রতিষ্ঠান তৈরি করেছে ওই এয়ারব্যাগগুলো এবং ঠিকঠাক কাজ না করায় ও বিস্ফোরিত হয়ে এখন পর্যন্ত ৬ জনের মৃত্যুর কারণ ঘটিয়েছে। মার্কিন কর্তৃপক্ষ
বলছে, ত্রুটির কারণ এখনো খুঁজে পায়নি তাকাতা। প্রতিষ্ঠানটি মূলত এয়ারব্যাগ তৈরি ও পুনঃস্থাপনের কাজ করে এবং জাপানের টয়োটা, হোন্ডা, নিশানের মতো এগারোটি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এই সেবাটি গ্রহণ করে। এখন যেহেতু এসব গাড়িতে এয়ারব্যাগ ব্যবস্থা যথাযথ ভূমিকা পালনে ব্যর্থ হচ্ছে, সেহেতু তাকাতার সেবা গ্রহণ করে এমন প্রতিষ্ঠানগুলোর গাড়ি সারা দেশের বাজার থেকে উঠিয়ে দেবার সিদ্ধান্ত হয়। এয়ারব্যাগ হল গাড়ির সঙ্গে যুক্ত এমন এক ব্যবস্থা, যার ফলে চলন্ত গাড়ি কোনো দুর্ঘটনায় পতিত হলে যাত্রীর আসনের সামনে বেলুনের মতো একটা ব্যাগ ফুলে উঠবে এবং আরোহীর প্রাণ বাঁচানোর চেষ্টা করবে। কিন্তু যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কিছু দুর্ঘটনায় দেখা যাচ্ছে এই এয়ারব্যাগ যথাযথ কাজ করেনি, কোনো কোনো ক্ষেত্রে বিস্ফোরিত হয়েছে, যা ছয় জনের মৃত্যু এবং শতাধিক আহতের কারণ ঘটিয়েছে।– বিবিসি নতুন বার্তা/এসএ  

No comments:

Post a Comment