Thursday, April 2, 2015

রাঙ্গামাটিতে অনির্দিষ্টকালের অটোরিকশা ধর্মঘট:Time News

রাঙ্গামাটিতে অনির্দিষ্টকালের অটোরিকশা ধর্মঘট রাঙ্গামাটি করেসপন্ডেন্ট টাইম নিউজ বিডি, ০২ এপ্রিল, ২০১৫ ১০:৫২:২২ রাঙ্গামাটিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন। বৃহস্পতিবার ভোর ৬টা থেকে এ ধর্মঘট চলবে। অটোরিকশা চালক শহীদুল ইসলাম নিখোঁজের ৬ দিন পরও উদ্ধার না হওয়ায় ধর্মঘট ডাকা হয়। রাঙ্গামাটি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে বুধবার রাতে এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতা
রা এই ধর্মঘটের ডাক দেন। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাঙ্গামাটি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহীদুজ্জামান মহসিন রোমান। এ সময় সংগঠনের সভাপতি মো. আলী আহাম্মদ অলি, সহ-সভাপতি মো. ইউনুস মিয়া, সাংগঠনিক সম্পাদক রবি বড়ুয়া, প্রচার সম্পাদক মো. আব্দুল খালেক, দফতর সম্পাদক শিবু রায়সহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে শহীদুজ্জামান মহসিন রোমান বলেন, নিখোঁজের ৬ দিন হয়ে গেলেও আমাদের সদস্য শহীদুলের কোনো খোঁজ আমাদেরকে কেউ দিতে পারেনি। প্রশাসনের কাছে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিলেও তারা কোনো হদিস দিতে পারেনি। তাই আমরা নতুন করে এ কর্মসূচি দিতে বাধ্য হয়েছি। তিনি বলেন, প্রশাসন থেকে শ্রমিক শহীদুল ইসলাম মুক্তির আশ্বাস পেলে আমরা আমাদের কর্মসূচি নিয়ে বিবেচনায় বসব। অন্যথায় শহীদুল ইসলাম মুক্তি না পেলে আগামীতে আরও কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে। এদিকে ধর্মঘটের বিষয়ে বুধবার রাত সাড়ে দশটা পর্যন্ত শহরে মাইকিং করা হয়। গত ২৭মার্চ অটোরিকশা চালক শহীদুল ইসলাম নিখোঁজ হন। এমকে


No comments:

Post a Comment