
য় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে যোগদান উপলক্ষে হেগে অনাড়ম্বর এক অনুষ্ঠানের আয়োজন হয়। এতে উপস্থিত ছিলেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ মালকি। জানুয়ারি মাসে আইসিসির সদস্য হিসেবে প্রাথমিক চুক্তিতে স্বাক্ষর করে ফিলিস্তিন। এর পরই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের বিষয়টি প্রাথমিকভাবে অনুসন্ধান করে দেখার কথা বলেন আইসিসির প্রধান আইনজীবী। ফিলিস্তিনের কর্মকর্তারা বলেছেন, আইসিসির পর্যবেক্ষণ প্রতিবেদন দেখার পরের করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে। আইসিসির রোম স্ট্যাচুটে ইসরায়েল অনুসমর্থন করেনি। তারপরও ফিলিস্তিনে যুদ্ধাপরাধের বিষয়টি প্রমাণিত হলে, সাজা ভোগ করতে হতে পারে রাষ্ট্রের শীর্ষ ব্যক্তি ও বেসামরিক নেতাদের। তথ্যসূত্র : আলজাজিরা অনলাইন। ইআর
No comments:
Post a Comment