Monday, April 6, 2015

'লেবাননের জাতিসংঘ চৌকিতে ইসরাইলি হামলা ছিল ইচ্ছাকৃত’:Time News

'লেবাননের জাতিসংঘ চৌকিতে ইসরাইলি হামলা ছিল ইচ্ছাকৃত’ ইন্টারন্যাশনাল ডেস্ক টাইম নিউজ বিডি, ০৬ এপ্রিল, ২০১৫ ১৫:১২:৩৩ স্পেনের সামরিক বাহিনীর প্রতিবেদনে বলা হয়েছে, গত জানুয়ারি মাসে ইহুদিবাদী ইসরাইল ইচ্ছাকৃত ভাবে দক্ষিণ লেবাননের জাতিসংঘ নিরাপত্তা চৌকিতে হামলা চালিয়েছিল। চৌকির প্রধান নজরদারি টাওয়ারে চালানো এ হামলায় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর স্পেনের ৩৬ বছর বয়সি এক সেনা নিহত হয়েছিল। স্পেনের দৈনিক আল পাই
স এ হামলার বিষয়ে দেশটির গোপন সামরিক প্রতিবেদনের বরাত দিয়ে এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, প্রথম দফায় ইসরাইলি গোলাগুলো নজরদারি টাওয়ার থেকে ৫০০ মিটার দূরে আঘাত হানে। তারপর ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনী গোলার গতিপথ পরিবর্তন করলে তা সরাসরি চৌকির প্রধান নজরদারি টাওয়ারে আঘাত করে। জাতিসংঘ নিরাপত্তা বাহিনীতে নিযুক্ত স্পেনের একাধিক সেনা এ বিষয়টি উল্লেখ করেছে। এ ছাড়া, হামলার বিষয়ে জাতিসংঘ প্রতিবেদনের বক্তব্যও উল্লেখ করেছে দৈনিক আল পাইস। এতে বলা হয়েছে, ইসরাইলের ৯০টি মর্টার, ২০টি কামানের গোলা এবং ৫টি রকেট আঘাত করেছিল এ চৌকিতে। লেবাননের জাতিসংঘ নিরাপত্তা বাহিনীতে স্পেনের ৬০০ সেনাসহ ৩৬টি দেশের ১০ হাজার সেনা রয়েছে। আইআরআইবি। ইআর


No comments:

Post a Comment