Monday, April 6, 2015

'প্রাণভিক্ষার আবেদনে ঘণ্টা দুয়েক সময় পাবেন':Time News

'প্রাণভিক্ষার আবেদনে ঘণ্টা দুয়েক সময় পাবেন' স্টাফ রিপাের্টার টাইম নিউজ বিডি, ০৬ এপ্রিল, ২০১৫ ১৭:০৫:২৯ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করার জন্য দুই-তিন ঘণ্টা সময় পাবেন জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামান। সোমবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান আইনমন্ত্রী আনিসুল হক। মন্ত্রী বলেন, শিগগির কামারুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হবে। আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে যে কয়েক ঘণ্টা সময়
লাগে, এ সময়টুকু তাকে দেওয়া হবে। আপিল বিভাগের রিভিউয়ের রায়ের পর সর্বশেষ পদক্ষেপ অনুযায়ী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করার জন্য তিনি দুই-তিন ঘণ্টা সময় পাবেন। আনিসুল হক আরও জানান, কাদের মোল্লার রিভিউ রায়ে বলা হয়েছে যে, এখানে জেল কোডের বিধান কার্যকর হবে না। কাজেই কামারুজ্জামানও রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার জন্য কয়েক ঘণ্টা সময় পাবেন। এ সময় কামারুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশ পুনর্বিবেচনার রায়ে সন্তোষ প্রকাশ করেন আইনমন্ত্রী। এর আগে সকালে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছিলেন, সরকার চাইলে যেকোনও সময় কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করা হবে। আজ সোমবার সকাল ৯টা ৫ মিনিটে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কামারুজ্জামানের পুনর্বিবেচনা (রিভিউ) আবেদন খারিজ করে তাঁর মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন। জেআই  


No comments:

Post a Comment