Thursday, April 30, 2015

জালিয়াতি ও সহিংসতা সিটি নির্বাচনকে ম্লান করেছে: ইইউ:টাইমনিউজ

জালিয়াতি ও সহিংসতা সিটি নির্বাচনকে ম্লান করেছে: ইইউ স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ২৯ এপ্রিল, ২০১৫ ২৩:৪৭:৪৮ বাংলাদেশের তিন সিটি কর্পোরেশন নির্বাচনে কারচুপি, ভোট জালিয়াতি ও সন্ত্রাসী কার্যকলাপের  বিশ্বাসযোগ্য তথ্য উপাত্ত পাওয়া গেছে বলে মন্তব্য করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সংস্থাটির সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলস থেকে আজ (বুধবার) রাতে প্রকাশিত এক বিবৃতিতে এই মন্তব্য করা হয়ে। ইইউর মুখপাত্রের বরাত দিয়ে
প্রকাশিত এই বিবৃতিতে বলা হয়, কারচুপি, পেশিশক্তির প্রয়োগের মাধ্যমে ভোট জালিয়াতি এবং সন্ত্রাসী কর্মকান্ডের দরুণ ঢাকা ও চট্টগ্রামে ২৮শে এপ্রিল অনুষ্ঠিত সিটি কর্পোরেশন নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে। বিবৃতিতে হতাশা প্রকাশ করে বলা হয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক সিটি নির্বাচনের আহবান সত্ত্বেও  তা রক্ষিত হয়নি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেরীতে এই নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বলেও বিবৃতিতে বলা হয়। এতে বলা হয়, তিন সিটি কর্পোরেশন নির্বাচনে যেসব অনিয়ম হয়েছে এবং সন্ত্রাসী কার্যকলাপ ঘটেছে তার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার। বিবৃতিতে বলা হয়, ইইউ বিশেষজ্ঞরা আশা করেন-বাংলাদেশের সব রাজনৈতিক দল এই অবস্থায় সহিংসতার পথে আগাবে না যা পরিস্থিতির আরও অবনতি ঘটাতে পারে। বাংলাদেশের গণতন্ত্রের উন্নয়ন এবং দেশটিতে দীর্ঘ মেয়াদে স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে রাজনৈতিক দলগুলো গঠণমূলক আচরণ করবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়ে বিবৃতিতে। উল্লেখ্য, ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম-এই তিন সিটি কর্পোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হয় মঙ্গলবার (২৮এপ্রিল ২০১৫)। কিন্তু ব্যাপক কারচুপি, ব্যালট বাক্স ছিনতাই, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া ও জালভোট সহ নানা অনিয়মে শেষ পর্যন্ত এই নির্বাচন বয়কটের ঘোষণা দেয় বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোটসহ অন্যরা। শুধুমাত্র ক্ষমতাসীন আওয়ামী লীগ এই নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে ক্ষমতাসীন দলের সমর্থিত প্রার্থীদের বিজয়ী ঘোষণা করে ফলাফল প্রকাশ করা হয়।    কেবি 

No comments:

Post a Comment