নির্বাচন বর্জন পূর্ব-পরিকল্পিত: হানিফ স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ২৮ এপ্রিল, ২০১৫ ১৩:৫৫:১০ বিএনপি সিটি কর্পোরেশন নির্বাচন বর্জন করবে এটা বেগম খালেদা জিয়ার পূর্ব পরিকল্পনা ছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। মঙ্গলবার বেলা দেড়টায় ধানমণ্ডিতে আওয়ামী লীগে কার্যালয়ে এ সংবাদ সম্মেলেন তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের এই নেতা বলেন, খালেদা জিয়া সরকার পতনের যে আন্দোলনে ব্যর্থ হয়ে সেখান থেকে বেরিয়ে আসতে এই নির্বাচনকে ব্যবহার করেছেন। উনি নির্বাচনে জিততে প্রার্থীতা ঘোষণা দেননি। এই নির্বাচন বয়কট করবে এটা আগেই ঠিক করে রেখেছিলেন। হানিফ আরো বলেন, গত তিন মাস আন্দোলনের নামে খালেদা জিয়া মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা সৃষ্টি করেছেন। তাই তিনি জন বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। নির্বাচনে নিজেদের পরাজয় নিশ্চিত জেনেই তারা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। নির্বাচন সম্পর্কে হানিফ বলেন, ভোট শান্তি পূর্ণ হয়েছে। এমন কোনো অভিযোগ নেই যে নির্বাচন বর্জন করতে হবে। একটি কেন্দ্র দেখাতে পারেনি যেখানে কোনো ধরনের সমস্যা হয়েছে। অধ্যাপক ড. এমাজ উদ্দিনের ওপর ছাত্রলীগের হামলা সম্পর্কে প্রশ্ন করা হলে আওয়ামী লীগের এই নেতা বলেন, তিনি ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সাবেক উপাচার্য। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে যখন গাড়ি পোড়ানোদের পক্ষ নেন তখন ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের রোষানলে পড়বে সেটাই স্বাভাবিক। এর দায় ভার সরকারের উপর চাপানো যাবে না। ভোট জালিয়াতি, কেন্দ্র দখল ও পোলিং এজেন্টকে বের করা দেয়ার অভিযোগ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি আরো বলেন, এটাকে নিয়ে যে খালেদা জিয়া আন্দোলন করবেন সেটা পরিকল্পিত। খালেদা জিয়ার আন্দোলন জনগণ ব্যর্থ করে দিয়েছেন। ভবিষ্যতেও তাদের আন্দোলন এভাবে ব্যর্থ করে দিবে। সাংবাদিকদের ভোট কেন্দ্রে যেতে না দেয়ার অভিযোগের বিষয় তিনি বলেন, আমি তো দেখলাম কোনো ভোট কেন্দ্রেই সমস্যা হচ্ছে না। জেডআই
No comments:
Post a Comment