শাহাদাতের সঙ্গে একাধিকবার যোগাযোগ হয়েছে বলে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের জিজ্ঞাসাবাদে মান্না স্বীকার করেছেন। তবে বিএনপি নেতা খোকার সঙ্গে ফোনালাপটি একান্ত 'একাডেমিক রাজনৈতিক' কথাপোকথন বলে মান্না দাবি করেছেন। তদন্তসংশ্লিষ্ট ডিবি পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন। সেনাবাহিনীকে উসকানি দেয়ার অভিযোগে বনানী থানায় দায়ের করা মামলায় বুধবার মান্নাকে ১০ দিনের রিমান্ডে নেয় পুলিশ। এর আগে ২৩ ফেব্রুয়ারি রাতে বনানীতে তার ভাইয়ের বাসা থেকে ডিবি পরিচয়ে তুলে নেয়া হয় বলে তার স্বজনরা অভিযোগ করেন। তখন পুলিশের পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হলেও ২১ ঘণ্টা পর গুলশান থানায় তাকে হস্তান্তর করে র্যাব। ২৪ ফেব্রুয়ারি রাত ১০টা ৫০ মিনিটে ধানমন্ডির স্টার কাবাবের সামনে থেকে র্যাব তাকে আটক করেছিল বলে দাবি করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম জানান, প্রথম দিকে মান্না রিমান্ডে মুখ খুলতে চাননি। তবে রিমান্ডের পঞ্চম দিন সোমবার তিনি কিছু তথ্য দিয়েছেন। সেনাবাহিনীকে উসকানি দেয়া সেই ফোনালাপটি প্রবাসী সাবেক ছাত্রলীগ নেতা শাহাদাতের সঙ্গে ছিল বলে তিনি স্বীকার করেছেন। সাবেক এ ছাত্রলীগ নেতা এখন অস্ট্রেলিয়ায় ব্যবসা করেন। তবে শাহাদাত ও বিএনপি নেতা খোকার সঙ্গে তার ফোনালাপ একান্তই একাডেমিক রাজনৈতিক কথাপোকথন বলে তিনি দাবি করেছেন। এছাড়া রিমান্ডে তিনি বেশকিছু তথ্য দিয়েছেন। সেগুলোর ব্যাপারে খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, মান্না সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন- এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এ ষড়যন্ত্রের সঙ্গে সম্পৃক্ত সবাইকে আইনের মুখোমুখি দাঁড় করানো হবে। তদন্তসংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানান, রিমান্ডে বিভিন্ন প্রশ্নের জবাব দেয়ার ক্ষেত্রে মান্না কৌশলের আশ্রয় নিচ্ছেন। তবে রোববার থেকে তার আগের সেই শক্ত মানসিকতা নেই। তিনি জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। ডিবি পুলিশের কাছে থাকা ষড়যন্ত্রের বিভিন্ন তথ্য মান্নার সামনে হাজির করা হয়েছে। বাধ্য হয়ে মান্না সে ব্যাপারে কথা বলছেন। তারা আরও জানান, সাবেক ছাত্রলীগ নেতা শাহাদাত তাকে সেনাবাহিনীর কয়েকজন অফিসারের সঙ্গে বৈঠকের ব্যবস্থা করিয়ে দিতে চেয়েছিলেন। তবে সে বৈঠক আর হয়নি; শাহাদাতের সঙ্গে ৩ বছর আগে একবার কথা হয়েছিল। আর সম্প্রতি সেনাবাহিনীর সঙ্গে মান্নার বৈঠকের বিষয় নিয়ে কথা হয়। তবে মান্না বিএনপির ঊর্ধ্বতন নেতা ও সমমনা অনেক নেতার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। তাদের সঙ্গে সরকার হটানোর ষড়যন্ত্র করতেন। গোয়েন্দা কর্মকর্তারা জানান, মাহমুদুর রহমান মান্নার সঙ্গে আলাপকারী সাবেক ছাত্রলীগ নেতা শাহাদাতের ব্যাপারে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তার ব্যাপারে তথ্য সংগ্রহ করছে পুলিশ। অডিও টেপে মান্নার সঙ্গে ওই ব্যক্তির টেলিফোন সংলাপে সেনাবাহিনীর উচ্চপদস্থ দুই কর্মকর্তার সঙ্গে বৈঠকের পরিকল্পনা নিয়ে কথা বলতে শোনা যায়। জিজ্ঞাসাবাদে মান্না আরও বলেছেন, ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে (উত্তর) অংশ নেয়ার জন্য তার প্রস্তুতি অনেক দিনের। এ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না-ও করতে পারে। এ কারণে বিএনপির সমর্থন পেতে সাদেক হোসেন খোকাকে ফোন করেছিলেন। তার সঙ্গে আওয়ামী লীগের অনেক নেতার সঙ্গে যোগাযোগ রয়েছে বলে দাবি করেন। তবে ভাইবারের কথা রেকর্ড হয়, জানতেন না। জেআই
Tuesday, March 3, 2015
মুখ খুলছেন মান্না:Time News
মুখ খুলছেন মান্না স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ০৩ মার্চ, ২০১৫ ০০:৩৫:২৯ রিমান্ডে মুখ খুলতে শুরু করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। সরকার হটাতে বিএনপি নেতা সাদেক হোসেন খোকাসহ সমমনা কয়েকজন ঊর্ধ্বতন নেতার সঙ্গে যোগাযোগের বিষয়টি পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তিনি। সেনাবাহিনীকে উসকানি দেয়ার ওই ফোনালাপটি অস্ট্রেলিয়া প্রবাসী সাবেক ছাত্রলীগ নেতা শাহাদাতের বলে নিশ্চিত হয়েছে পুলিশ।
শাহাদাতের সঙ্গে একাধিকবার যোগাযোগ হয়েছে বলে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের জিজ্ঞাসাবাদে মান্না স্বীকার করেছেন। তবে বিএনপি নেতা খোকার সঙ্গে ফোনালাপটি একান্ত 'একাডেমিক রাজনৈতিক' কথাপোকথন বলে মান্না দাবি করেছেন। তদন্তসংশ্লিষ্ট ডিবি পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন। সেনাবাহিনীকে উসকানি দেয়ার অভিযোগে বনানী থানায় দায়ের করা মামলায় বুধবার মান্নাকে ১০ দিনের রিমান্ডে নেয় পুলিশ। এর আগে ২৩ ফেব্রুয়ারি রাতে বনানীতে তার ভাইয়ের বাসা থেকে ডিবি পরিচয়ে তুলে নেয়া হয় বলে তার স্বজনরা অভিযোগ করেন। তখন পুলিশের পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হলেও ২১ ঘণ্টা পর গুলশান থানায় তাকে হস্তান্তর করে র্যাব। ২৪ ফেব্রুয়ারি রাত ১০টা ৫০ মিনিটে ধানমন্ডির স্টার কাবাবের সামনে থেকে র্যাব তাকে আটক করেছিল বলে দাবি করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম জানান, প্রথম দিকে মান্না রিমান্ডে মুখ খুলতে চাননি। তবে রিমান্ডের পঞ্চম দিন সোমবার তিনি কিছু তথ্য দিয়েছেন। সেনাবাহিনীকে উসকানি দেয়া সেই ফোনালাপটি প্রবাসী সাবেক ছাত্রলীগ নেতা শাহাদাতের সঙ্গে ছিল বলে তিনি স্বীকার করেছেন। সাবেক এ ছাত্রলীগ নেতা এখন অস্ট্রেলিয়ায় ব্যবসা করেন। তবে শাহাদাত ও বিএনপি নেতা খোকার সঙ্গে তার ফোনালাপ একান্তই একাডেমিক রাজনৈতিক কথাপোকথন বলে তিনি দাবি করেছেন। এছাড়া রিমান্ডে তিনি বেশকিছু তথ্য দিয়েছেন। সেগুলোর ব্যাপারে খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, মান্না সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন- এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এ ষড়যন্ত্রের সঙ্গে সম্পৃক্ত সবাইকে আইনের মুখোমুখি দাঁড় করানো হবে। তদন্তসংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানান, রিমান্ডে বিভিন্ন প্রশ্নের জবাব দেয়ার ক্ষেত্রে মান্না কৌশলের আশ্রয় নিচ্ছেন। তবে রোববার থেকে তার আগের সেই শক্ত মানসিকতা নেই। তিনি জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। ডিবি পুলিশের কাছে থাকা ষড়যন্ত্রের বিভিন্ন তথ্য মান্নার সামনে হাজির করা হয়েছে। বাধ্য হয়ে মান্না সে ব্যাপারে কথা বলছেন। তারা আরও জানান, সাবেক ছাত্রলীগ নেতা শাহাদাত তাকে সেনাবাহিনীর কয়েকজন অফিসারের সঙ্গে বৈঠকের ব্যবস্থা করিয়ে দিতে চেয়েছিলেন। তবে সে বৈঠক আর হয়নি; শাহাদাতের সঙ্গে ৩ বছর আগে একবার কথা হয়েছিল। আর সম্প্রতি সেনাবাহিনীর সঙ্গে মান্নার বৈঠকের বিষয় নিয়ে কথা হয়। তবে মান্না বিএনপির ঊর্ধ্বতন নেতা ও সমমনা অনেক নেতার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। তাদের সঙ্গে সরকার হটানোর ষড়যন্ত্র করতেন। গোয়েন্দা কর্মকর্তারা জানান, মাহমুদুর রহমান মান্নার সঙ্গে আলাপকারী সাবেক ছাত্রলীগ নেতা শাহাদাতের ব্যাপারে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তার ব্যাপারে তথ্য সংগ্রহ করছে পুলিশ। অডিও টেপে মান্নার সঙ্গে ওই ব্যক্তির টেলিফোন সংলাপে সেনাবাহিনীর উচ্চপদস্থ দুই কর্মকর্তার সঙ্গে বৈঠকের পরিকল্পনা নিয়ে কথা বলতে শোনা যায়। জিজ্ঞাসাবাদে মান্না আরও বলেছেন, ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে (উত্তর) অংশ নেয়ার জন্য তার প্রস্তুতি অনেক দিনের। এ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না-ও করতে পারে। এ কারণে বিএনপির সমর্থন পেতে সাদেক হোসেন খোকাকে ফোন করেছিলেন। তার সঙ্গে আওয়ামী লীগের অনেক নেতার সঙ্গে যোগাযোগ রয়েছে বলে দাবি করেন। তবে ভাইবারের কথা রেকর্ড হয়, জানতেন না। জেআই
শাহাদাতের সঙ্গে একাধিকবার যোগাযোগ হয়েছে বলে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের জিজ্ঞাসাবাদে মান্না স্বীকার করেছেন। তবে বিএনপি নেতা খোকার সঙ্গে ফোনালাপটি একান্ত 'একাডেমিক রাজনৈতিক' কথাপোকথন বলে মান্না দাবি করেছেন। তদন্তসংশ্লিষ্ট ডিবি পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন। সেনাবাহিনীকে উসকানি দেয়ার অভিযোগে বনানী থানায় দায়ের করা মামলায় বুধবার মান্নাকে ১০ দিনের রিমান্ডে নেয় পুলিশ। এর আগে ২৩ ফেব্রুয়ারি রাতে বনানীতে তার ভাইয়ের বাসা থেকে ডিবি পরিচয়ে তুলে নেয়া হয় বলে তার স্বজনরা অভিযোগ করেন। তখন পুলিশের পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হলেও ২১ ঘণ্টা পর গুলশান থানায় তাকে হস্তান্তর করে র্যাব। ২৪ ফেব্রুয়ারি রাত ১০টা ৫০ মিনিটে ধানমন্ডির স্টার কাবাবের সামনে থেকে র্যাব তাকে আটক করেছিল বলে দাবি করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম জানান, প্রথম দিকে মান্না রিমান্ডে মুখ খুলতে চাননি। তবে রিমান্ডের পঞ্চম দিন সোমবার তিনি কিছু তথ্য দিয়েছেন। সেনাবাহিনীকে উসকানি দেয়া সেই ফোনালাপটি প্রবাসী সাবেক ছাত্রলীগ নেতা শাহাদাতের সঙ্গে ছিল বলে তিনি স্বীকার করেছেন। সাবেক এ ছাত্রলীগ নেতা এখন অস্ট্রেলিয়ায় ব্যবসা করেন। তবে শাহাদাত ও বিএনপি নেতা খোকার সঙ্গে তার ফোনালাপ একান্তই একাডেমিক রাজনৈতিক কথাপোকথন বলে তিনি দাবি করেছেন। এছাড়া রিমান্ডে তিনি বেশকিছু তথ্য দিয়েছেন। সেগুলোর ব্যাপারে খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, মান্না সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন- এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এ ষড়যন্ত্রের সঙ্গে সম্পৃক্ত সবাইকে আইনের মুখোমুখি দাঁড় করানো হবে। তদন্তসংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানান, রিমান্ডে বিভিন্ন প্রশ্নের জবাব দেয়ার ক্ষেত্রে মান্না কৌশলের আশ্রয় নিচ্ছেন। তবে রোববার থেকে তার আগের সেই শক্ত মানসিকতা নেই। তিনি জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। ডিবি পুলিশের কাছে থাকা ষড়যন্ত্রের বিভিন্ন তথ্য মান্নার সামনে হাজির করা হয়েছে। বাধ্য হয়ে মান্না সে ব্যাপারে কথা বলছেন। তারা আরও জানান, সাবেক ছাত্রলীগ নেতা শাহাদাত তাকে সেনাবাহিনীর কয়েকজন অফিসারের সঙ্গে বৈঠকের ব্যবস্থা করিয়ে দিতে চেয়েছিলেন। তবে সে বৈঠক আর হয়নি; শাহাদাতের সঙ্গে ৩ বছর আগে একবার কথা হয়েছিল। আর সম্প্রতি সেনাবাহিনীর সঙ্গে মান্নার বৈঠকের বিষয় নিয়ে কথা হয়। তবে মান্না বিএনপির ঊর্ধ্বতন নেতা ও সমমনা অনেক নেতার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। তাদের সঙ্গে সরকার হটানোর ষড়যন্ত্র করতেন। গোয়েন্দা কর্মকর্তারা জানান, মাহমুদুর রহমান মান্নার সঙ্গে আলাপকারী সাবেক ছাত্রলীগ নেতা শাহাদাতের ব্যাপারে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তার ব্যাপারে তথ্য সংগ্রহ করছে পুলিশ। অডিও টেপে মান্নার সঙ্গে ওই ব্যক্তির টেলিফোন সংলাপে সেনাবাহিনীর উচ্চপদস্থ দুই কর্মকর্তার সঙ্গে বৈঠকের পরিকল্পনা নিয়ে কথা বলতে শোনা যায়। জিজ্ঞাসাবাদে মান্না আরও বলেছেন, ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে (উত্তর) অংশ নেয়ার জন্য তার প্রস্তুতি অনেক দিনের। এ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না-ও করতে পারে। এ কারণে বিএনপির সমর্থন পেতে সাদেক হোসেন খোকাকে ফোন করেছিলেন। তার সঙ্গে আওয়ামী লীগের অনেক নেতার সঙ্গে যোগাযোগ রয়েছে বলে দাবি করেন। তবে ভাইবারের কথা রেকর্ড হয়, জানতেন না। জেআই
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment