Monday, March 2, 2015

বন্দুকযুদ্ধের পর পেট্রলবোমা উদ্ধার, জোটের ২ কর্মী গুলিবিদ্ধ:Time News

বন্দুকযুদ্ধের পর পেট্রলবোমা উদ্ধার, জোটের ২ কর্মী গুলিবিদ্ধ লক্ষ্মীপুর করেসপন্ডেন্ট টাইম নিউজ বিডি, ০২ মার্চ, ২০১৫ ০৯:০৪:৪৪ পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জামায়াতে ইসলামী ও যুবদলের দুই কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে পুলিশ চারটি পেট্রলবোমা উদ্ধার করেছে। তবে কোন আগ্নেয়াস্ত্র পাওয়া যায়নি। রোববার রাত পৌনে ১টার দিকে লক্ষ্মীপুরের কমলনগরের লরেন্স বেরার গোঁজ এলাকায় রামগতি-লক্ষ্মীপুর সড়কে এ ঘটনা ঘট
ে। আহতরা হলেন, কমলনগর উপজেলার চরকালকিনি গ্রামের বাসিন্দা ও জামায়াত কর্মী মাইন উদ্দিন (৩২) এবং চর জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা ও যুবদল কর্মী আরিফ হোসেন (২৪)। পুলিশের দাবি, ওই ঘটনায় কমলনগর থানার ওসি কবির আহাম্মদসহ পুলিশের তিনজন সদস্য আহত হয়েছেন। কমলনগর থানার পুলিশ জানায়, রাতে যুবদল ও জামায়াত-শিবির কর্মীরা রাস্তার পাশের গাছ কেটে সড়ক অবরোধ করে। এ সময় ওই সড়কে পুলিশ টহল দিচ্ছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের গাড়ি লক্ষ্য করে জামায়াত ও যুবদল কর্মীরা পেট্রলবোমা ও ককটেল নিক্ষেপ করে এবং গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে তারা গুলিবিদ্ধ হয়। অন্যরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ মাইন উদ্দিন এবং আরিফ হোসেনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ সময় তাদের কাছ থেকে গাছ কাটার করাত ও চারটি পেট্রলবোমা উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। এআর


No comments:

Post a Comment