
সোমবার সকালে সালাহউদ্দিন আহমেদের গুলশানের বাসায় তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে এসে তিনি এসব কথা বলেন। এ সময় বিকল্প ধারার যুগ্ম-মহাসচিব মাহী বি চৌধুরী উপস্থিত ছিলেন। এসময় সালাহউদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ বলেন, আমরা আগে থেকেই বলছি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমার স্বামীকে তুলে নিয়ে গেছে। তাই এখনও বিশ্বাস করি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিলে তাকে ফেরত পাওয়া যাবে। আমি তার (প্রধানমন্ত্রী) কাছে আকুল আবেদন জানাই। প্রধানমন্ত্রীকে এ ব্যাপারে চিঠি দেওয়ার পর এখনও সে তরফ থেকে কোনো যোগাযোগ করা হয়নি বলেও জানান হাসিনা আহমেদ। এএইচ
No comments:
Post a Comment