Thursday, March 5, 2015

মার্কিন রাষ্ট্রদূত ছুরিকাহত: আটক ১:Time News

মার্কিন রাষ্ট্রদূত ছুরিকাহত: আটক ১ আন্তর্জাতিক ডেস্ক টাইম নিউজ বিডি, ০৫ মার্চ, ২০১৫ ০৯:৪১:১১ দক্ষিণ কোরিয়ার মার্কিন রাষ্ট্রদূত মার্ক লিপার্ট আহত হয়েছেন। সিউলে এক বৈঠকে অংশ নেয়ার সময় ছুরিকাঘাতে আহত হন তিনি। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার আঘাত তেমন গুরুতর নয়। বৃহস্পতিবার সকালে সিউলে এক বৈঠকে অংশ নেয়ার সময় নাস্তার টেবিলে হামলার শিকার হন ৪২ বছরের লিপার্ট। ৫৫ বছরের এক ব্যক্তি ছুরি নিয়ে তার ওপর
ঝাঁপিয়ে পড়েন। তার ওপর হামলা চালানোর আগে ওই ব্যক্তি দুই কোরিয়ার একত্রীকরণের দাবিতে শ্লোগান দিচ্ছিলেন বলে বিবিসি জানিয়েছে। হামলার পরপরেই তাকে আটক করেছে পুলিশ। জেএ


No comments:

Post a Comment