
চট্টগ্রামে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ৩ চট্টগ্রাম করেসপন্ডেন্ট টাইম নিউজ বিডি, ১২ মার্চ, ২০১৫ ১০:৪৭:২৯ চট্টগ্রামের ফটিকছড়িতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার রাত ৮টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের কারবালাটিলা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুটি একনলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ। নিহতদের একজনের নাম ওসমান এবং অন্য দুজন তার সহযোগী। ওসমান স্থানীয়দের কাছে ডাকাত সর
্দার হিসেবে পরিচিত বলে পুলিশ জানিয়েছে। ফটিকছড়ি থানার পরির্দশক (তদন্ত) বিদ্যুৎ কুমার বড়ুয়া বলেন, রাতে একটি বাড়িতে ডাকাতি করে পালানোর সময় ওই তিনজনকে ধরে ফেলে স্থানীয়রা। পরে বেধড়ক পিটুনিতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থলে থেকে তিনজনের লাশ এবং ২টি একনলা বন্দুক উদ্ধার করেছে বলে জানান পরির্দশক বিদ্যুৎ কুমার। এআর
No comments:
Post a Comment