Tuesday, March 3, 2015

রাজধানীতে ২০ দলের মিছিল, গাড়ি ভাংচুর:Time News

রাজধানীতে ২০ দলের মিছিল, গাড়ি ভাংচুর স্টাফ রিপাের্টার টাইম নিউজ বিডি, ০৩ মার্চ, ২০১৫ ১১:৫৮:৩৯ ২০দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের ষড়যন্ত্রের প্রতিবাদে ও অবৈধ সরকারের পদত্যাগ, অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবীতে টানা অবরোধ ও হরতালের সমর্থনে আজ মঙ্গলবার রাজধানী বিভিন্ন থানায় সমাবেশ, মিছিল ও পিকেটিং করেছে বিএনপি, জামায়াত, শিবির এবং ছাত্রদলের নেতাকর্মীরা। বিজয় স্বরণীতে বেপরোয়
া গাড়ি ভাংচুর: ২০ দলীয় জোটের হরতালের সমর্থনে রাজধানীর বিজয় স্বরণীতে বেপরোয়াভাবে গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। সকাল ৯ টা থেকে ৯.৩০ এ ঘটনা ঘটে। এ সময় হরতাল সমর্থকদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।সংঘর্ষে ১ পুলিশসহ আহত হয় ৪ জন। এ সময় হরতাল সমর্থকরা ১০-১২টি গাড়ি ভাংচুর করে এবং ১৫ থেকে ২০ টি ককটেলের বিষ্ফোরণ ঘটায়। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই ২৫-৩০ জন যুবক হরতালের সমর্থনে স্লোগান দেয় এবং বেপরোয়াভাবে গাড়ি ভাংচুর করে। আর এ সময় মুহুর্মূহ ককটেলের শব্দে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঢাবিতে ছাত্রদলের মিছিল: মঙ্গলবার সকাল ১০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা আল মেহেদী তালুকদারের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে টিএসসির দিকে যেতে চাইলে পুলিশি বাঁধায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। হরতালে উত্তরায় শিবিরের মিছিল: মঙ্গলবার সকাল ৮ টায় ঢাকা মহানগর শিবিরের সাহিত্য সম্পাদকের নেতৃত্বে উত্তরার দক্ষিণখান থেকে মিছিলটি শুরু হয়ে এয়ারপোর্ট রোডের কাছে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। এসময় শিবির কর্মীরা রাস্তা অবরোধ করে পিকেটিং এর চেষ্টা চালায়। মালিবাগে জামায়াতের মিছিল: আজ মঙ্গলবার সকাল ৮টায় রাজধানীর মালিবাগে মিছিল ও সমাবেশ করেছে রমনা জামায়াত। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহনগরীর মজলিসে শূরার সদস্য ড. আহসান হাবীবের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়। পল্লবীতে জামায়াতের মিছিল: মঙ্গলবার সকাল ৭টায় রাজধানীর মিরপুর-১১ নম্বরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। মিছিল শেষে মিরপুর-১১ নম্বর বাসস্ট্যান্ডে অনূষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী কর্মপরিষদ সদস্য লস্কর মুহাম্মদ তসলিম। হরতালের সমর্থনে মোহাম্মদপুরে মিছিল: মঙ্গলবার সকাল ৮টায় রাজধানীর মোহাম্মদপুর তাজমহল রোডে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে জামায়াতে ইসলামী মোহাম্মদপুর ও আদাবর থানা। ঢাকা মহানগরী মজলিশে শুরা সদস্য শফিউর রহমানের নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা মোঃ উজায়ের, হাসান তারিফ, রবিউল ইসলাম, রফিকুল ইসলাম, ছাত্রনেতা সাইফুল ইসলাম, ফেরদাউস আলম প্রমূখ। পুরান ঢাকায় মিছিল-পিকেটিং: মঙ্গলবার সকাল সোয়া ৭টায় রাজধানীর পুরানঢাকায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। মিছিলটি ইসলামবাগ থেকে ওয়াটার ওয়ার্কস রোড হয়ে চকবাজার গিয়ে শেষ হয়। ঢাকা মহানগরী মজলিশে শুরা সদস্য মোঃ আল আমীনের নেতৃত্বে মিছিলটি হয়। খুলনায় শিবির ও ও ছাত্রদলের মিছিল: মঙ্গলবার সকালে নগরীর সোনাডাঙ্গার মেডিকেল কলেজ হাসপাতাল রোডে মিছিল বের করা হয়। মহানগরী শিবির নেতা আবুল কাশেমের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন, মুজাহিদুল আলম, জাহিদুর রহমান, আমিরুল ইসলাম, মামুনুর রহমান প্রমুখ। অপরদিকে দৌলতপুরে মিছিল বের করে বিএল কলেজ নেতৃবৃন্দ। কলেজ সভাপতি কাজী আব্দুর রহমান সুজনের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন, মিম মোশারফ, জাহাঙ্গীর আলম, আনিস মামুদ, মাহমুদ খান, সাদ্দাম প্রমুখ। এছাড়া নগরীতে ছাত্রদল খুলনা মহানগর একটি মিছিল বের করে। হরতাল সমর্থনে ময়মনসিংহে শিবিরের মিছিল: মঙ্গলবার সকাল ৮টার দিকে শিবিরের শহর সেক্রেটারি রেজাউল করিমের নেতৃত্বে এ মিছিল বের হয়। মিছিলটি শহরের ধুপাখলা মোড় থেকে শুরু হয়ে বদরের মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। ইআর    


No comments:

Post a Comment