Monday, March 23, 2015

ইয়েমেন থেকে সব মার্কিন সেনা-কূটনীতিক প্রত্যাহার:Time News

ইয়েমেন থেকে সব মার্কিন সেনা-কূটনীতিক প্রত্যাহার ইন্টারন্যাশনাল ডেস্ক টাইম নিউজ বিডি, ২৩ মার্চ, ২০১৫ ০৯:৪৭:২৫ ইয়েমেন থেকে আমেরিকার সব সেনা ও কূটনীতিক প্রত্যহার করা হয়েছে। ইয়েমেনের হুতি আন্দোলনের আনসারুল্লাহ বিপ্লবীরা রাজধানী সানার নিয়ন্ত্রণ নেয়ার পর মার্কিন সব স্টাফ দেশে ফেরত নেয়া হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জেফরি রাথকে এক বিবৃতিতে এ কথা জনিয়েছেন। তিনি তার ভাষায় বলেন, ইয়েমেনের নিরাপত্তা
পরিস্থিতির অবনতি হওয়ায় মার্কিন সরকার সেখানে থেকে যাওয়া কিছু স্টাফকে সাময়িকভাবে ইয়েমেনের বাইরে সরিয়ে নিয়েছে। তিনি বলেন, মার্কিন সরকার ইয়েমেনের জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে দেশটির রাজনৈতিক সংকট কাটিয়ে ওঠার বিষয়ে জোরালো সমর্থন দেবে। এর পাশাপাশি আমেরিকা সন্ত্রাসী হুমকিকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবে এবং আমেরিকা ও মার্কিন জনগণের জন্য হুমকিকে বিনাশের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। রাজধানী সানার দুটি মসজিদে তিন দফা বোমা হামলায় অন্তত ১৪২ জন নিহত ও ৩৫০ জন আহত হওয়ার তিনদিন পর আমেরিকা ইয়েমেন থেকে সব সেনা ও কূটনৈতিক স্টাফ সরিয়ে নিল। মার্কিন মদদে গড়ে ওঠা আইএসআইএল সন্ত্রাসীরা ওই হামলা চালিয়েছে বলে স্বীকার করেছে। ইআর  


No comments:

Post a Comment