Thursday, February 12, 2015

১৮ সালের মধ্যে বাজেট আরও ৩ শতাংশ বাড়ানো হবে:Time News

১৮ সালের মধ্যে বাজেট আরও ৩ শতাংশ বাড়ানো হবে স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ১২ ফেব্রুয়ারি, ২০১৫ ১৩:৪৬:৩৫ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশের উন্নয়নে বাজেট বড় হওয়া দরকার। আগে (বিএনপি-জামায়াত) প্রয়োজন অনুযায়ী সে বাজেট বাড়ানো হয়নি। আমরা ক্ষমতায় আসার পর বাজেটের পরিমাণ জিডিপির ৩ শতাংশ বাড়িয়েছি। ২০১৮ সালের মধ্যে আরও ৩ শতাংশ বাড়ানোর পরিকল্পনা আমাদের রয়েছে। বর্তমান যা জিডিপির প্রায় ১১ শতাংশ।  
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বেতার অডিটরিয়ামে ‘বিশ্ব বেতার দিবস’ উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ ব্যাংকের মহাপরিচালক কাজী আখতার উদ্দিন আহমেদের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের সচিব মুর্তজা আহমেদ, তথ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য তারানা হালিম, সুকুমার রঞ্জন ঘোষ প্রমুখ। এএইচ


No comments:

Post a Comment