
ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশির পরিবহনের হেলপার সিরাজুল ইসলাম জানান, দুপুর ২টার দিকে ঢাকার কল্যাণপুর থেকে যাত্রী নিয়ে রাজশাহীর উদ্দেশে রওনা দেন তারা। রাত সোয়া ৯টার দিকে রাজশাহীর মতিহার থানার অক্ট্রয় মোড়ে পৌঁছলে কয়েকজন দুর্বৃত্ত বাসটিকে লক্ষ্য করে পেট্রোলবোমা ও ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় ইটের আঘাতে যাত্রী ফুলবাবু ও জিয়াউল ইসলাম আহত হন। রাজশাহীর মতিহার থানার ওসি আলমগীর হোসেন জানান, অক্ট্রয় মোড়ে দুর্বৃত্তরা যাত্রীবাহী একটি বাসে পেট্রোলবোমা নিক্ষেপ করে। তবে বাসের কোনো ক্ষতি হয়নি। বাসে হামলার খবর পেয়ে পুলিশ দুই রাউন্ড গুলি ছুঁড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ইটের আঘাতে গুরুতর আহত বাগমারার সাইদুল রহমানের ছেলে জিয়াউল হককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ইটের আঘাতে তার বাম চোখ গুরুতর জখম হয়েছে। এএইচ
No comments:
Post a Comment