Saturday, February 14, 2015

কেজরিওয়ালের শপথ আজ:Time News

কেজরিওয়ালের শপথ আজ ইন্ট্যারন্যাশনাল ডেস্ক টাইম নিউজ বিডি, ১৪ ফেব্রুয়ারি, ২০১৫ ০৯:৪৮:৩৯ দিল্লির বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয়ের পর শপথ নিতে চলেছে আম আদমি পার্টি। আজ শনিবার দুপুরে দিল্লির রামলীলা ময়দানে মুখ্যমন্ত্রী পদে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে শপথ নেবেন মন্ত্রীসভার আরও ৬ সদস্য। অর্থ ও বিদ্যুতের মতো দফতর কেজরিওয়াল নিজের হাতেই রাখবেন বলে আশা করা হচ্ছে। কেজরিওয়ালের ঘনিষ্ঠ মনীশ সিসোদিয়া উপ-মুখ্যমন্ত
্রী পদে শপথ নেবেন। এছাড়া প্রকল্প ও কর্ম উন্নয়ন, নগরোন্নয়ন ও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ দপ্তরও তার হাতেই থাকছে। কেজরিওয়ালের মন্ত্রিসভায় জিতেন্দ্র সিং তোমার আইনমন্ত্রী, সন্দীপ কুমার নারী ও শিশু কল্যাণমন্ত্রী, সত্যেন্দ্র জৈন স্বাস্থ্য ও শিল্পমন্ত্রী, অসিম আহমেদ খান খাদ্যমন্ত্রী এবং গোপাল রাই পর্যটন ও শ্রমমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন। গত দু’দিন ধরে রামলীলা ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি চালাচ্ছে উত্তর দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন। এ শপথে ৫০ হাজার মানুষ যাতে অংশ নিতে পারে সেভাবেই সাজানো হচ্ছে রামলীলাকে। এই জনস্রোত সামলাতে ৩ হাজারের মত পুলিশ মোতায়েন করা হবে রামলীলা ময়দানে। এছাড়া মাঠে ৫০টি সিসিটিভি ক্যামেরা এবং ১২টি এলসিডি স্ক্রিন বসানো হয়েছে। শপথ গ্রহণের পর শনিবার উন্নত দিল্লি গড়ার লক্ষ্যে পরিকল্পনাও ঘোষণা করবেন কেজরিওয়াল। আপের ৭০টি নির্বাচনী ইস্তেহারের রোডম্যাপ তৈরি করেছেন মুখ্য সচিব ডি এম স্পোলিয়া। কেজরিওয়াল শপথ নেয়ার জন্য শনিবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে গাজিয়াবাদ নিজ বাসভবন থেকে রওয়ানা হবেন বলে আশা করা হচ্ছে। সঙ্গে থাকবেন মনীষ সসোদিয়া। রামলীলায় শপথ শেষে তিনি সরাসরি মহাত্মা গান্ধীর স্মতিসৌধে শ্রদ্ধা জানাতে রাজঘাটে যাবেন। এরপর আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রীর দায়িত্ব বুঝে নেবেন। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে দিল্লি সরকারের মন্ত্রীসভার সদস্যদের সঙ্গে প্রথম বৈঠক করবেন। উল্লেখ্য, গত বছর দিল্লি নির্বাচনে বেশি সংখ্যক আসন পেয়ে সরকার গঠন করেছিলেন কেজরিওয়ালের দল। কিন্তু দুর্নীতি বিরোধী বিল পাস করতে না পেরে মাত্র ৪৯ দিনের মাথায় সরকার ভেঙে দিয়েছিলেন কেজরিওয়াল। এ নিয়ে ব্যাপক সমালোচনা হজম করতে হয়েছিল তাকে। কেএইচ


No comments:

Post a Comment