Thursday, February 26, 2015

আওয়ামী সরকারই দেশে গণহত্যা চালাচ্ছে: জামায়াত:Time News

আওয়ামী সরকারই দেশে গণহত্যা চালাচ্ছে: জামায়াত স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ২৬ ফেব্রুয়ারি, ২০১৫ ১৯:০৪:০৩ 'বিএনপি-জামায়াত দেশে গণহত্যা চালাচ্ছে' মর্মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডাঃ শফিকুর রহমান বলেছেন, বিএনপি জামায়াত নয়, বরং আওয়ামী লীগ সরকারই দেশে গণহত্যা চালিয়ে এবং দলীয় সন্ত্রাসীদের দিয়ে গাড়িতে বোমা মেরে মান
ুষ হত্যা করে মানবতাবিরোধী অপরাধ করছে। বৃহস্পতিবার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, সরকার রাষ্ট্রীয় শক্তির জোরে অবৈধভাবে ক্ষমতায় থাকার উদ্দেশ্যে অব্যাহতভাবে বিনা বিচারে মানুষ খুন করছে, ছাত্র-যুবকদের হাত ও পা ভেঙ্গে পঙ্গু করে দিচ্ছে। বিনা বিচারে মানুষকে বছরের পর বছর জেলে আবদ্ধ রেখে মানবাধিকার লঙ্ঘন করেই চলেছে। শফিকুর রহমান বলেন, সরকারের সকল অপকর্মের বিরুদ্ধে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা প্রতিবাদ জানানো সত্ত্বেও সরকার তাতে কোনো কর্ণপাত করছে না। সরকারের মানবাধিকার লঙ্ঘনসহ বিভিন্ন ধরনের অপকর্মের কারণে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়েছে। বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমর্যাদা ভূলুণ্ঠিত হয়েছে। সেদিকে সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বিবৃতিতে সিলেট জেলার বিশ্বনাথ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আখতার ফারুক ও চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মনিরুল ইসলামসহ বৃহস্পতিবার দুই শতাধীক নেতাকর্মীকে আটকের তীব্র প্রতিবাদ জানান জামায়াতের এই নেতা। কেএইচ


No comments:

Post a Comment