Monday, January 26, 2015

আজ আন্তর্জাতিক কাস্টমস দিবস:Time News

আজ আন্তর্জাতিক কাস্টমস দিবস স্টাফ করেসপন্ডেন্ট টাইম নিউজ বিডি, ২৬ জানুয়ারি, ২০১৫ ০০:০০:০০ আজ (সোমবার) আন্তর্জাতিক কাস্টমস দিবস। বাংলাদেশসহ বিশ্বের ১৭৯টি দেশে একযোগে দিবসটি পালন করা হবে। ২০০৯ সাল থেকে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন (ডব্লিউসিও) ২৬ জানুয়ারিকে কাস্টমস দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকেই বাংলাদেশও সংস্থাটির সদস্য হিসেবে দিবসটি পালন করছে। এবারে কাস্টমস দিবসের প্রতিপাদ্য- ‘সমন্বিত সীমান্ত
ব্যবস্থাপনা: অংশীদারী সম্পর্কের একটি আন্তরিক আহ্বান’। আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সেমিনারের আয়োজন করেছে। অনুষ্ঠানে কাস্টমস সংক্রান্ত কাজে কৃতিত্ব প্রদর্শনের জন্য ২০ জনকে ‘ডব্লিউসিও সার্টিফিকেট অব মেরিট ২০১৫’ দেয়া হবে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বিশেষ অতিথি হিসেবে শিল্পমন্ত্রী তোফায়েল আহমেদ ও প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মসিউর রহমান উপস্থিত থাকবেন। এনবিআরের চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সভাপতিত্বে এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ ও প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বিশেষ বাণী দিয়েছেন। এনবিআরের আয়োজনে সকালে শোভাযাত্রা বের হবে। প্রকাশ করা হবে বিশেষ ডাকটিকিট ও খাম। এরই মধ্যে রাজধানীর বিভিন্ন সড়ক ও উল্লেখযোগ্য স্থানসমূহে দিবসের প্রতিপাদ্য বিষয় তুলে ধরে বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন দিয়ে সজ্জিত করা হয়েছে। চট্টগ্রাম, খুলনা, ভোমরা, বেনাপোল, যশোর, রাজশাহী, রংপুর, সিলেট ও কুমিল্লায়ও ঠিক একই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কেএইচ


No comments:

Post a Comment