Monday, January 19, 2015

দ্রুততম সেঞ্চুরির মালিক ডি ভিলিয়ার্স:Time News

দ্রুততম সেঞ্চুরির মালিক ডি ভিলিয়ার্স স্পোর্টস ডেস্ক টাইম নিউজ বিডি, ১৮ জানুয়ারি, ২০১৫ ১৮:০৫:৩১ একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম হাফ-সেঞ্চুরি ও সেঞ্চুরির রেকর্ড গড়লেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। রোববার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডের দুটি রেকর্ড নিজের দখলে নেন প্রোটিয়া অধিনায়ক। জোহানেসবার্গের নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে মাত্র ৩১ বলে সেঞ্চুরি করেন ডি ভিলিয়ার্স। যা ওয়ানডে ক্রি
কেটের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হাশিম আমলা ও রিলি রুশো উদ্বোধনী জুটিতে ২৪৭ রান করেন। এরপর ওয়ানডাউনে মাঠে নেমে ক্যারিবীয় বোলারদেরকে বেধড়ক পেটালেন ভিলিয়ার্স। ফলে মাত্র ১৬ বলেই হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন এই ব্যাটসম্যান। যা ওয়ানডেতে দ্রুততম হাফ-সেঞ্চুরি। এই রেকর্ড গড়তে ৩টি চার ও ৫টি ছক্কা হাঁকান তিনি।  এর আগে দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ডটির মালিক ছিলেন শ্রীলঙ্কার জয়সুরিয়া। ১৯৯৬ সালে সিঙ্গাপুরে পাকিস্তানের বিপক্ষে এই রেকর্ড গড়েছিলেন তিনি। হাফ-সেঞ্চুরির পর দ্বিতীয় ৫০ রানের মাইলফলক স্পর্শ করেন আরো দ্রুত। মাত্র ১৫ বলেই দ্বিতীয় অর্ধ-শতক পূর্ণ করে মাত্র ৩১ বলে সেঞ্চুরি করার রেকর্ড গড়েন তিনি। এর আগে ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরি মালিক ছিলেন নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারসন। ২০১৪ সালে রেকর্ডটি গড়েছিলেন তিনি। জেডআই


No comments:

Post a Comment