খুলনায় পুলিশের গুলিতে নিহত ১, অস্ত্র উদ্ধার খুলনা করেসপন্ডেন্ট টাইম নিউজ বিডি, ১২ জানুয়ারি, ২০১৫ ১০:০৩:২১ বন্দুকযুদ্ধ চলাকালে পুলিশের গুলিতে আমির হোসেন রাঙা (৪০) নামে একজন নিহত হয়েছেন। সে সুন্দরবনের দস্যু বাহিনীর প্রধান বলে পুলিশ দাবি করেছে। সোমবার ভোরে সুন্দরবন সংলগ্ন খুলনার পাইকগাছা উপজেলার কুমারখালী চরে এ ঘটনা ঘটে। পাইকগাছা থানার ওসি শিকদার আক্কাস আলী জানান, রোববার রাতে পাইগাছার হরিঢালী থেকে রাঙাকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি মতে অস্ত্র উদ্ধারে গেলে সেখানে আগে থেকে ওৎপেতে থাকা রাঙা বাহিনীর অন্য নদস্যরা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালালে রাঙা নিহত হন। ঘটনাস্থল থেকে এসএমজিসহ পাঁচটি অস্ত্র ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ওসি আরও জানান, দস্যুবাহিনী প্রধান রাঙার বিরুদ্ধে খুনসহ একাধিক মামলা রয়েছে। এআর
No comments:
Post a Comment