Tuesday, January 13, 2015

পাড়া-মহল্লায় প্রতিরোধ কমিটি গঠন করবে ১৪ দল:Time News

পাড়া-মহল্লায় প্রতিরোধ কমিটি গঠন করবে ১৪ দল স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ১৩ জানুয়ারি, ২০১৫ ১৪:০৮:০৫ সন্ত্রাস প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে রাজধানীসহ সারাদেশের প্রত্যেকটি পাড়া-মহল্লায় ১৪ দল কমিটি গঠন করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দেশের বর্তমান রা
জনৈতিক প্রেক্ষাপট নিয়ে ১৪ দলের সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। নাসিম বলেন, দেশের যে কোন নৈরাজ্যকর পরিস্থিতি মোবাবেলায় ১৪ দল সব সময় সচেতন ছিল। ভবিষ্যতেও থাকবে। এজন্য খুব শিগগিরই পাড়া-মহল্লায় সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন করা হবে। এরা আওয়ামী লীগের নেতৃত্বে কাজ করবে, সবাই মিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করবে। তিনি আরও বলেন, এই মাসের তৃতীয় সপ্তাহ থেকে সন্ত্রাস মোকাবেলায় রাজধানীর বিভিন্ন স্থানে সমাবেশ করবে ১৪ দল। এছাড়াও সাঘাটা, পুটিয়া ও রংপুরে সমাবেশে করা হবে। নাসিম বলেন, বর্তমান সরকার আনন্দের সঙ্গে এক বছর পার করেছে। এখন থেকে এক বছর আগে ১২ জানুয়ারি একটি গণতান্ত্রিক প্রগতিশীল সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। গত ১ বছর থেকে সফলভাবে বাংলাদেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছে। এজন্য ১৪ দল প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছে। এসকে সিনহাকে প্রধান বিচারপতি নিয়োগদানে জন্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান ১৪ দল। তিনি বলেন, এটা একটা বিরল ঘটনা। তার যোগ্যতা-দক্ষতা দিয়ে বিচার ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাবেন বলে আমরা আশা করছি। আওয়ামী লীগের এ নেতা বলেন, খালেদা জিয়া ভুল করেছেন। এর মাশুল তাকেই দিতে হবে, কিন্তু খালেদার নেতৃত্বে দেশে কি হচ্ছে? এটা কাপুরুষোচিত। বিরোধীতা করলে সামনে থেকে করা উচিত। অবরোধের কথা বলে চোরাগোপ্তা হামলা করছে। এটা কোনো রাজনীতির সংজ্ঞা বা বিরোধীতার মধ্যে পড়ে না। তার ডাকে জনগণ তো দূরের কথা, নেতাকর্মীরাও মাঠে নামে নাই। তিনি বলেন, দেশের কোথাও অবরোধ হচ্ছে না। সারাদেশে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। তবে একটু আতঙ্ক তো রয়েছে। কারণ সন্ত্রাসীদের কোন ধর্ম নেই, কোন সময় হামলা করে বলা যায় না। কমিউনিস্ট কেন্দ্রের আহবায়ক ডা. ওয়াজেদুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, স্বাস্থ্য বিষায়ক সম্পাদক বদিউজ্জামান ডাবলু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের কর্যকরী সভাপতি মাঈনুদ্দিন খান বাদলসহ ১৪ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এমআর/ এআর


No comments:

Post a Comment