Sunday, January 18, 2015

ইজতেমায় আখেরি মোনাজাত শুরু:Time News

ইজতেমায় আখেরি মোনাজাত শুরু স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ১৮ জানুয়ারি, ২০১৫ ১১:২৭:০৭ ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্বের আখেরি মোনাজাত শুরু হয়েছে। রোববার বেলা সাড়ে এগারোটার কিছু আগে এ মুনাজাত শুরু হয়। আখেরি মোনাজাতে অংশ নিতে টঙ্গীর তুরাগ তীরে লাখো মুসল্লির ঢল নেমেছে। এর আগে মুরব্বি গিয়াস উদ্দিন জানান, আখেরি মোনাজাত পরিচালনা করবেন ভারতের মাওলানা সা’দ। গতকাল শনিবার রাত থেকেই টঙ্গী শহর, ইজতেমাস্থল ও এর
আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে। আজ ভোররাত থেকে মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এখন মহাসড়কে যত দূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ। আখেরি মোনাজাত উপলক্ষে গত রাতের গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর আজ সকালের কনকনে শীত উপেক্ষা করে মুসল্লিরা পায়ে হেঁটে ও ট্রেনে করে টঙ্গীর ইজতেমা ময়দানে এসে সমবেত হয়েছেন। বিপুল সংখ্যক নারী মুসল্লিও মোনাজাতে অংশ নিতে ইজতেমা ময়দানের আশপাশের সড়কে সকাল থেকে অবস্থান নিয়েছেন। আখেরি মোনাজাত উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। টঙ্গীর তুরাগতীরে ৯ জানুয়ারি শুরু হয় এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তা শেষ হয় ১১ জানুয়ারি। মাঝে চার দিন বিরতি দিয়ে ১৬ জানুয়ারি শুরু হয় ইজতেমার দ্বিতীয় পর্ব। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ তা শেষ হবে। এএইচ


No comments:

Post a Comment