Monday, January 12, 2015

ফ্রান্স ছাড়ছে ইহুদিরা:Time News

ফ্রান্স ছাড়ছে ইহুদিরা টাইম ডেস্ক টাইম নিউজ বিডি, ১২ জানুয়ারি, ২০১৫ ০৯:৫১:২৮ সেমিটিকবিরোধী হামলা বাড়ার প্রেক্ষাপটে ফরাসি ইহুদিরা ইসরাইলে অভিবাসনের বিষয়টি বিবেচনা করছে বলে জানা গেছে। সাম্প্রতিক সময়ে ফ্রান্সে ইহুদিদের ওপর বেশ কয়েকটি হামলা হয়েছে। ফলে তারা দেশটিতে নিরাপদ মনে করছে না। সর্বশেষ গত শুক্রবার একটি ইহুদি সুপার শপে সন্ত্রাসীদের হামলায় চারজন নিহত হয়। এতে ইহুদিদের মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়
। ৩০ বছর বয়স্কা এক নারী পরিচয় প্রকাশ না করে জানান, তিনি ধর্মের ব্যাপারে কট্টর নন। তবে তিনি এখন ইসরাইলে চলে যাওয়ার কথা ভাবছেন। ফ্রান্সে পাঁচ থেকে ছয় লাখ ইহুদি বাস করে। তাদের সংখ্যা ইতোমধ্যেই কমতে শুরু করেছে। ২০১৪ সালে প্রায় সাত হাজার ইহুদি ফ্রান্স ছেড়েছে। ২০১৩ সালের চেয়ে এই সংখ্যা দ্বিগুণ। আর শুক্রবারের হামলার পর ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও তাদেরকে তাদের বাসস্থান নিয়ে নতুন করে ভাবতে বলেছেন। তিনি বলেন, কেবল ফ্রান্সের নয়, পুরো ইউরোপের ইহুদিদের কাঙ্ক্ষিত স্থান হলো ইসরাইল। সেটাই আপনাদের আবাসভূমি। সূত্র : এএফপি।


No comments:

Post a Comment