Sunday, January 18, 2015

ব্যাপক ধরপাকরে বিএনপিসহ ২০ দল:Time News

ব্যাপক ধরপাকরে বিএনপিসহ ২০ দল টাইম ডেস্ক টাইম নিউজ বিডি, ১৮ জানুয়ারি, ২০১৫ ১৪:৪২:২৪   বিরোধী রাজনীতি দমনে দেশজুড়ে চলছে গণগ্রেফতার। সরকারবিরোধী আন্দোলন থামাতে ব্যবহার করা হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের নামে দেশের প্রতিটি পাড়া মহল্লায় চলছে সাঁড়াশি অভিযান। স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী ছাড়াও দেশের বিভিন্ন জেলায় চলছে যৌথ অভিযান।   বিএনপি'র নেতারা অভিযোগ করেন, দেশে সরকারবিরোধী
শীর্ষ রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিদের গ্রেফতারের পাশাপাশি তৃণমূলপর্যায়ের নেতাকর্মীদের ওপর চলছে গ্রেফতার ও নির্যাতন। তাদের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে নেয়া হচ্ছে রিমান্ডে। নিরাপত্তা হেফাজতেও তাদের ওপর নির্যাতনের অভিযোগ পাওয়া যাচ্ছে। প্রতিদিনই বাড়িতে বাড়িতে ঢুকে অভিযান চালানো হচ্ছে। সন্ত্রাসী গ্রেফতারের নামে তাদের হাতে সাধারণ মানুষকেও নানাভাবে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। অধিকাংশ এলাকায় ঘরবাড়িতে যেতে পারছেন না বিরোধীদলীয় নেতাকর্মীরা। আত্মগোপনে থেকে কোনো মতে তারা রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন। গ্রেফতার হলেই নতুন নতুন মামলায় আসামি করা হচ্ছে তাদের।   প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট নিম্নে দেয়া হল: লক্ষ্মীপুরে গ্রেফতার ২০ রোববার ভোর রাতে লক্ষ্মীপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি, জামায়াত-শিবির নেতাকর্মীসহ ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি নাশকতা ঘটাতে পারে এমন আশঙ্কায় তাদের আটক করা হয়েছে। বগুড়ায় গ্রেফতার ২২ রোববার থেকে সোমবার পর্যন্ত ২৪ ঘণ্টায় বিএনপি ও জামায়াতের ২২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বগুড়া জেলা পুলিশের মিডিয়ার দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সহকারি পুলিশ সুপার গাজিউর রহমান জানান, হরতালে এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নাশকতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গত চব্বিশ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থান থেকে ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। সুনামগঞ্জে বিএনপি-জামায়াতের কর্মী-সমর্থকসহ গ্রেফতার ২২ সুনামগঞ্জে ২০ দলের ডাকা অনির্দিষ্টকালের অবরোধে নাশকতার অভিযোগে জামায়াত ও বিএনপির ১৩ কর্মী সমর্থকসহ ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। পুলিশ সুপার মো. হারুন অর রশিদ জানান, নাশকতার অভিযোগে বিএনপি-জামায়াতের কর্মী সমর্থকদের গ্রেফতার করা হয়েছে। তিনি আরো জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি। নাটোরে আটক ৪ রাজশাহী বিভাগে বিএনপির ডাকা ৩৬ ঘণ্টার হরতালের শুরুতেই ৪ জনকে আটক করেছে পুলিশ। নাটোরের পুলিশ সুপার বাসুদেব বনিক জানান, যে কোন ধরনের নাশকতা এড়াতে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে। নাশকতার অভিযোগে ৪ বিএনপি-জামায়াত কর্মীকে আটক করা হয়েছে। এএইচ


No comments:

Post a Comment