Monday, January 26, 2015

এরশাদের বাসায় ব্যবসায়ীদের 'রুদ্ধদ্বার' বৈঠক:Time News

এরশাদের বাসায় ব্যবসায়ীদের 'রুদ্ধদ্বার' বৈঠক স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ২৬ জানুয়ারি, ২০১৫ ০০:০০:০০ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তার বাসভবনে নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান, জাসদ নেত্রী শিরিন আখতার ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে ‘রুদ্ধদ্বার’ বৈঠক করেছেন। বারিধারায় প্রেসিডেন্ট পার্ক বাসভবনে রোববার রাত ৯টার দিকে বৈঠক শুরু হয়। শেষ হয় ১০ টার দিকে। জানা গেছে, চলমান রাজনৈতিক পরিস্থিতি, সহিংস
তা বন্ধ এরশাদের সংলাপের চিঠি ও শ্রমিকদের নানা দাবির বিষয়ে এরশাদের সঙ্গে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকের বিষয়ে জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু গণমাধ্যমকে বলেন, ‘মুক্তিযোদ্ধা শ্রমিক কর্মচারী ঐক্যজোটের নেতারা স্যারের সঙ্গে দেখা করতে এসেছিলেন। তারা সহিংসতা বন্ধে জাতীয় পার্টির উদ্যোগের প্রশংসা করেছেন। জোটটি ৩০ জানুয়ারি সোহরাওয়ার্দীতে সমাবেশ করবে। সেখানে স্যারের সহযোগিতা চেয়েছেন।’ তবে বারিধারার বৈঠক সূত্রে জানা গেছে, এরশাদের সঙ্গে বৈঠকে এফবিসিসিআইয়ের কয়েকজন শীর্ষ ব্যবসায়ীও উপস্থিত ছিলেন। এদের মধ্যে একজনের বাড়ি গোপালগঞ্জ তিনি জাপা নেতা কাজী ফিরোজ রশিদের আত্মীয়। জেএ


No comments:

Post a Comment