Thursday, January 15, 2015

খালেদাকে না আটকালে ৫০০ লোক মারা যেত: আইনমন্ত্রী:RTNN

খালেদাকে না আটকালে ৫০০ লোক মারা যেত: আইনমন্ত্রী নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ৫ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আটকানো না হলে ওইদিন ৫০০ লোক মারা যেত। তিনি বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) মিট দ্য প্রেস অনুষ্ঠানে এক প্রশ্নের উত্তেরে এ কথা বলেন। আইনমন্ত্রী দাবি করেন, ‘খালেদা জিয়ার রাজনৈতিক কর্মকাণ্ডে কোনো বাধা দেওয়া হয়নি, হ
চ্ছেও না। এরপরও অবরোধের নামে বিএনপি যা করছে, তা সন্ত্রাস। বিএনপি হরতাল নয়, সন্ত্রাস করছে।’ বিএনপিকে সভা-সমাবেশ করতে না দেওয়া তিনি বলেন, তারা সারাদেশে সভা করেছেন। বাধা দেওয়া হয়নি। এখন বিএনপি সন্ত্রাস করছে। সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করার জন্য সভা করতে দেওয়া হয়নি। আনিসুল হক বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, কোনো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে আলোচনার প্রশ্ন আসে না। আলোচনার কথা বললে এজেন্ডা কী? এজেন্ডা পরিষ্কার করতে হবে। তিনি বলেন, একদিকে সন্ত্রাস করবেন আরেকদিকে আলোচনার কথা বলবেন- সেটা তো হতে পারে না। গান পয়েন্টে বোমা মেরে এই সরকারকে আলোচনায় বসানো যাবে না। তবে গঠনমূলক আলোচনার প্রস্তাব হলে আলোচনা হবে বলেও জানান মন্ত্রী। কিন্তু তার আগে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে হবে বলে তিনি মন্তব্য করেন। সন্ত্রাস দমনের জন্য আইন আছে উল্লেখ করে আনিসুল হক বলেন, তারা সেই আইন প্রয়োগ করবেন। প্রয়োজনে আরো কঠোর হবেন। এ সময় তিনি জানান, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত সংগঠনের বিচারে আইনের খসড়া এ মাসের শেষে মন্ত্রিসভায় পাঠানো হবে। এছাড়া আগামী এপ্রিল মাসের মধ্যে সুপ্রিমকোর্টের বিচারপতি নিয়োগের আইন হবে বলেও জানান মন্ত্রী। সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ড সম্পর্কে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘পেশাদার খুনিরা খুন করলে অনেক সময় অপরাধ প্রমাণ করা কঠিন হয়ে যায়। তবু আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। কিছু নতুন তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে সেটা গোপন রাখা হয়েছে।’ মিট দ্য প্রেসে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা সভাপতিত্ব করেন। সংগঠনের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন সেখানে উপস্থিত ছিলেন। মন্তব্য      


No comments:

Post a Comment