Wednesday, January 14, 2015

রিয়াজকে গুলি করায় ‘বিস্মিত’ আমেরিকা:RTNN

রিয়াজকে গুলি করায় ‘বিস্মিত’ আমেরিকা নিউজ ডেস্ক আরটিএনএন ওয়াশিংটন: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানকে গুলির ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তরের ডেপুটি মুখপাত্র ম্যারি হার্ফ এক বিবৃতিতে এই নিন্দা জানিয়েছেন, যেটি ১৩ জানুয়ারি পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। বিবৃতিতে ম্যারি হার্ফ বলেছেন, ‘সাবেক পররাষ্ট্র সচি
ব রিয়াজ রহমানের ওপর হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র মর্মাহত এবং বিস্মিত। আশা করছি, তিনি দ্রুত সেরে উঠবেন।’ অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের মত গণতান্ত্রিক দেশে এ ধরনের ভয়ানক ও কাপুরুষোচিত হামলাকে সমর্থনের কোনো সুযোগ নেই।’ ম্যারি হার্ফ বলেন, ‘রাজনৈতিক উদ্দেশ্যে এ ধরনের হামলাকে যুক্তরাষ্ট্র সব সময় নিন্দা জানিয়ে আসছে। বাংলাদেশ সরকারের প্রতি আমাদের অনুরোধ, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের খুঁজে বের করে বিচারের আওতায় আনুন।’ একই সঙ্গে বিবৃতিতে বর্তমান প্রেক্ষাপটে সবপক্ষকে সব ধরনের দমন-পীড়ন, হুমকি ও সহিংসতা পরিহারের আহ্বান জানানো হয়েছে। এছাড়া জনগণের শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি ও অধিকার সংরক্ষণের বিষয়টি নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের ডেপুটি মুখপাত্র ম্যারি হার্ফ। উল্লেখ্য, গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে কার্যালয়ে অবরুদ্ধ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে ফেরার পথে গুলশান-২ এর গোলচত্বরে রিয়াজ রহমানের ওপর গুলি করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, নিজের প্রাইভেটকারে উঠার পর তাকে গুলি করা হয়। এ সময় তার গাড়িতেও আগুন দেয়া হয়। রিয়াজ রহমানের পায়ে দুটি এবং কোমরের নিচে দুটি গুলি লেগেছে। তিনি বর্তমানে গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মন্তব্য      


No comments:

Post a Comment