Thursday, January 8, 2015

তারেক-সালামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা:RTNN

তারেক-সালামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও একুশে টেলিভিশনের চেয়ারম্যান আবদুস সালামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পুলিশ বাদি হয়ে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করে। পুলিশ জানায়, গত ৪ জানুয়ারি লন্ডনে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন তারেক রহমান। ৫০ মিনিটের বক্তব্যের পুরোটাই সরাসরি সম্প্রচার ক
রে একুশে টেলিভিশন। এতে বিচার বিভাগ, পুলিশ, বিজিবি, সেনাবাহিনীসহ নানা বিষয়ে তারেক রহমানের বক্তব্য ছিল ‘উসকানিমূলক’। এ অভিযোগে দুজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাটি করা হয় বলে পুলিশ জানায়। এর আগে ব্যাপারে বুধবার দুপুরে রাজধানীর তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। জিডিটি করেন ওই থানার এসআই বোরহান আহমেদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, তারেক রহমান ও আবদুস সালামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করতে বুধবার বিকালেই ঢাকা মহানগর পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অনুমতি চায়। অনুমতি পাওয়ার পর মামলাটি দায়ের করা হয়। সোমবার দিবাগত শেষ রাতে একুশে টেলিভিশনের নিচ থেকে গ্রেপ্তার করা হয় আবদুস সালামকে। বর্তমানে তিনি কারাগারে। বৃহস্পতিবার তার রিমান্ড ও জামিন আবেদন নাকচ করে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর হাকিম আদালত। মন্তব্য      


No comments:

Post a Comment