Monday, January 12, 2015

সংলাপের উদ্যোগ না নেয়া পর্যন্ত অবরোধ চলবে: খালেদা:RTNN

সংলাপের উদ্যোগ না নেয়া পর্যন্ত অবরোধ চলবে: খালেদা নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: সংকট নিরসনে সংলাপের উদ্যোগ না নেয়া পর্যন্ত সারাদেশে শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ২০-দলীয় জোটনেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গুলশান কার্যালয়ে অবরুদ্ধ খালেদা জিয়ার সঙ্গে রবিবার সন্ধ্যায় দেখা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া এ কথা বলেন। তিনি সাংব
াদিকদের বলেন, ‘খালেদা জিয়া বলেছেন- সংকট নিরসনে সরকার আলাপ-আলোচনার উদ্যোগ না নেয়া পর্যন্ত সারাদেশে শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।’ রফিকুল বলেন, ‘আমরা যতবারই সরকারকে সংকট নিরসনে আলোচনার আহ্বান জানিয়েছে, ততবারই তারা ব্যঙ্গ-বিদ্রুপ করেছে। আশা করি, এবার তাদের শুভবুদ্ধির উদয় হবে। সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে এই অচল অবস্থার অবসান ঘটাবে।’ তিনি বলেন, ‘খালেদা জিয়া অবরুদ্ধ কিংবা গৃহবন্দি নন, তিনি মূলতঃ বন্দি। এটাকেই সরকার জেল ঘোষণা করতে পারে।’ বিএনপির জ্যেষ্ঠ এ নেতা বলেন, ‘সরকার বলছে- খালেদা জিয়া মুক্ত, তিনি ইচ্ছে করলে বাসায় যেতে পারেন। তাহলে কার্যালয়ের সামনে এতো পুলিশ এবং জলকামান ও ট্রাক কেন?’ তিনি আরো বলেন, ‘তিনি (খালেদা) তো অবরুদ্ধ, নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই আছেন। তাহলে কেন পিপার স্প্রে করা হলো যার ওপর আদালতের নিষেধাজ্ঞা আছে। এটা চরম অমানবিক।’ বিজেপি সভাপতি অমিত শাহর সঙ্গে খালেদা জিয়ার কথা হয়েছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নে রফিকুল দাবি করেন, ‘অমিত শাহর সঙ্গে খালেদা জিয়ার কথা হয়েছে।’ সোমবার ঢাকায় আওয়ামী লীগের সমাবেশ নিয়ে তিনি বলেন, ‘প্রশাসন আরোপিত নিষেধাজ্ঞা যেখানে উঠেনি, সেখানে তারা কিভাবে সমাবেশ করবে। তারা নিজেদের দেয়া আইনই ভঙ্গ করছে।’ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার বলেন, ‘বিএনপি একটি গণতান্ত্রিক দল। আমরা আগেও সভা-সমাবেশ করেছি। ৫ জানুয়ারি আরেকটি করতে চেয়েছিলাম। এটা তো কোনো সহিংসতার কাজ ছিল না। কিন্তু সরকার আমাদের তা করতে দেয়নি।’ এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অবরুদ্ধ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে তার গুলশান কার্যালয়ে যান স্থায়ী কমিটির প্রবীণ সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, চেয়ারপারসনের উপদেষ্টা এজে মোহাম্মদ আলীসহ আরো তিন আইনজীবী। তাদের কিছুক্ষণ আগে গুলশান কার্যালয়ে প্রবেশ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনাপ্রধান লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান। মন্তব্য      


No comments:

Post a Comment