বাঁচানো গেলো না দগ্ধ ট্রাকচালক বকুলকে নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: টানা ছয়দিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে অবরোধের আগুনে দগ্ধদের মিছিলে যোগ দিলেন ট্রাকচালক বকুল দেবনাথ (৩৫)। মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত বকুল দেবনাথ সিলেটের ওসমানী নগরের গোয়ালা বাজার এলাকার রতন মনিনাথের ছেলে। বার্ন ইউনিটের চিকিৎসক ডা. অহিদ মোরশেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ৭টার দিকে বকুল দেবনাথ মারা যায়। নিহতের ভাই রন্টু দেবনাথ জানান, ২০ জানুয়ারি সহকারী কিবরিয়াকে নিয়ে সিলেটের জয়ন্তপুর থেকে ট্রাকে বালুবোঝাই করে সিলেট সদরে যাচ্ছিলেন বকুল। রাত সাড়ে ১২টার দিকে গোয়াইনঘাট উপজেলার বাকের সড়ক নামে স্থানে পৌঁছলে চলন্ত ট্রাকে পেট্রোল বোমা ছুড়ে মারে অবরোধ সমর্থকরা। এতে বকুল দেবনাথ গুরুতর দগ্ধ হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হলে সাত দিন চিকিৎসাধীন অবস্থায় থাকায় পর আজ তার মৃত্যু হয়। মন্তব্য নিজস্ব প্রতিবেদকআরটিএনএনঢাকা: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, বর্তমানে . . . বিস্তারিত নিজস্ব প্রতিবেদকআরটিএনএনঢাকা: ময়মনসিংহকে বিভাগ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে ঢাকা বিভাগের বৃহত্তর ফরিদপুর এবং চ . . . বিস্তারিত
No comments:
Post a Comment