বরিশালে ট্রাকে আগুন, চালকের সহকারী নিহত নিজস্ব প্রতিনিধি আরটিএনএন বরিশাল: বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের লাগাতার অবরোধের মধ্যে বরিশালের উজিরপুরে একটি ট্রাকে আগুন দিয়েছে অজ্ঞাতরা। এতে দগ্ধ হয়ে ট্রাকচালকের সহকারী সোহাগ (১৮) নিহত হয়েছেন। চালকও দগ্ধ হয়েছেন। রবিবার সকাল সাতটার দিকে তার দগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে উজিরপুরের বামরাইল-শানুহারের মাঝামাঝি ঢাকা-বরিশাল মহাসড়কের পাশের খাদে ভাইবোন পরিবহনের (ফরিদপুর ট-১১০১৮৯) একটি ট্রাক পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে ট্রাক থেকে সোহাগের দগ্ধ লাশ উদ্ধার করে। তিনি ফরিদপুর জেলার শংকরপুর গ্রামের মো. সাগরের ছেলে বলে জানা গেছে। বরিশাল জেলা পুলিশ সুপার একেএম এহসানুল্লাহ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রাতের কোনো এক সময় ট্রাকটিতে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি খাদে পড়ে যায়।’ ট্রাকের ভেতরেই চালকের সহকারী দগ্ধ হয়ে মারা যান। পাশের সিটে চালকও অগ্নিদগ্ধ হয়েছেন। মন্তব্য
No comments:
Post a Comment