
্নেল ইয়ইয়ান সফিয়ান জানান, ৫টি মরদেহ সিটের সাথে বাঁধা ছিল। এখন পর্যন্ত ৩০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। নৌবাহিনীর হেলিকপ্টার এমএইচ-৬০আর সিহক ৮টি মরদেহ বর্নিও দ্বীপে নিয়ে এসেছে। এখনো চারটি মরদেহ সান দিয়েগোতে নৌবাহিনীর উদ্ধারকারী ডেস্ট্রয়ারে রয়েছে। রবিবার ১৬২ আরোহী নিয়ে ইন্দোনেশিয়ার সুরাবায়া থেকে সিঙ্গাপুর যাওয়ার পথে নিখোঁজ হয় স্বল্প ব্যয়ের বিমানসংস্থা এয়ার এশিয়ার কিউজেড ৮৫০১ বিমানটি। এখন পর্যন্ত সরকারিভাবে ৪টি মরদেহ সনাক্ত করার পর সমাহিত করা হয়েছে। ইন্দোনেশিয়ার নৌবাহিনীর জাহাজ সোনার প্রযুক্তি ব্যবহার করে সাগরের তলদেশে বিমানটির লেজ সদৃশ্য যে বস্তুর সন্ধান পেয়েছে তা পানি ৯৫ ফুট গভীরে বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার মেট্রো টিভি। এখন নিখোঁজ বিমানটির তথ্য রেকর্ডকারী ব্ল্যাক বক্স উদ্ধারের চেষ্টা চলছে। উদ্ধার অভিযানে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, রাশিয়া, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়ার ডজন ডজন জাহাজ ও উজোজাহাজ অংশ নিয়েছে। সূত্র: এবিসি নিউজ, লস এঞ্জেলেস টাইমস মন্তব্য
No comments:
Post a Comment