://gold.ritsads.com/ads/server/adserve/www/delivery/ck.php?n=adee8319&cb=INSERT_RANDOM_NUMBER_HERE' target='_blank'> সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম। সংবাদ সম্মেলনে বিজিএমইএর সহসভাপতি এস এম মান্নান, শহিদউল্লাহ আজীম, সাবেক সহসভাপতি সিদ্দিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। রাজনীতিবিদদের উদ্দেশে বিজিএমইএ সভাপতি বলেন, “আপনারা রাজনীতিবিদ। আপনারা রাজনীতি করুন। আমরা অর্থনীতি সচল রাখার কাজ করি। বৃহত্তর স্বার্থে আমাদের সব ধরনের কার্যক্রমকে সব ধরনের রাজনৈতিক কর্মসূচির আওতামুক্ত রাখুন।” বিজিএমইএর সভাপতি বলেন, “রাজনৈতিক কর্মসূচির নামে রাজনীতিবিদেরা আমাদের ব্যবসা, বিনিয়োগকে জিম্মি করেছেন। এতে গভীর সংকটে পড়েছে পোশাকশিল্প।” তিনি বলেন, “রাজনৈতিক কর্মসূচির কারণে জানমালের নিরাপত্তা নেই দেখে বিদেশি ক্রেতারা কাজের আদেশ দিতে নিরুৎসাহ বোধ করেন।” আতিকুল ইসলাম দাবি করেন, চলমান অবরোধে আজ সোমবার পর্যন্ত ক্ষতি হয়েছে ৪৫০ কোটি টাকা। ২০১৪-১৫ অর্থবছরে তৈরি পোশাক রপ্তানিতে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দুই হাজার ৬০০ কোটি ডলার। সেই অনুযায়ী এক দিনের অবরোধ বা হরতালে ৬৯৫ কোটি টাকার পোশাক রফতানি বাধাগ্রস্ত হয়। নতুন বার্তা/বিজে/জবা
Monday, January 12, 2015
পোশাকশিল্প বাঁচাতে খালেদার কাছে যাবেন বিজিএমইএ নেতারা :Natun Barta
ঢাকা: পোশাকশিল্পকে বাঁচিয়ে রাখার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি অনুরোধ জানিয়েছে পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। তাদের অনুরোধে সাড়া না দিলে বিজিএমইএর প্রতিনিধিরা খালেদা জিয়ার সঙ্গে সরাসরি দেখা করবেন বলে জানিয়েছেন। সোমবার চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ কথা জানানো হয়।
://gold.ritsads.com/ads/server/adserve/www/delivery/ck.php?n=adee8319&cb=INSERT_RANDOM_NUMBER_HERE' target='_blank'> সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম। সংবাদ সম্মেলনে বিজিএমইএর সহসভাপতি এস এম মান্নান, শহিদউল্লাহ আজীম, সাবেক সহসভাপতি সিদ্দিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। রাজনীতিবিদদের উদ্দেশে বিজিএমইএ সভাপতি বলেন, “আপনারা রাজনীতিবিদ। আপনারা রাজনীতি করুন। আমরা অর্থনীতি সচল রাখার কাজ করি। বৃহত্তর স্বার্থে আমাদের সব ধরনের কার্যক্রমকে সব ধরনের রাজনৈতিক কর্মসূচির আওতামুক্ত রাখুন।” বিজিএমইএর সভাপতি বলেন, “রাজনৈতিক কর্মসূচির নামে রাজনীতিবিদেরা আমাদের ব্যবসা, বিনিয়োগকে জিম্মি করেছেন। এতে গভীর সংকটে পড়েছে পোশাকশিল্প।” তিনি বলেন, “রাজনৈতিক কর্মসূচির কারণে জানমালের নিরাপত্তা নেই দেখে বিদেশি ক্রেতারা কাজের আদেশ দিতে নিরুৎসাহ বোধ করেন।” আতিকুল ইসলাম দাবি করেন, চলমান অবরোধে আজ সোমবার পর্যন্ত ক্ষতি হয়েছে ৪৫০ কোটি টাকা। ২০১৪-১৫ অর্থবছরে তৈরি পোশাক রপ্তানিতে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দুই হাজার ৬০০ কোটি ডলার। সেই অনুযায়ী এক দিনের অবরোধ বা হরতালে ৬৯৫ কোটি টাকার পোশাক রফতানি বাধাগ্রস্ত হয়। নতুন বার্তা/বিজে/জবা
://gold.ritsads.com/ads/server/adserve/www/delivery/ck.php?n=adee8319&cb=INSERT_RANDOM_NUMBER_HERE' target='_blank'> সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম। সংবাদ সম্মেলনে বিজিএমইএর সহসভাপতি এস এম মান্নান, শহিদউল্লাহ আজীম, সাবেক সহসভাপতি সিদ্দিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। রাজনীতিবিদদের উদ্দেশে বিজিএমইএ সভাপতি বলেন, “আপনারা রাজনীতিবিদ। আপনারা রাজনীতি করুন। আমরা অর্থনীতি সচল রাখার কাজ করি। বৃহত্তর স্বার্থে আমাদের সব ধরনের কার্যক্রমকে সব ধরনের রাজনৈতিক কর্মসূচির আওতামুক্ত রাখুন।” বিজিএমইএর সভাপতি বলেন, “রাজনৈতিক কর্মসূচির নামে রাজনীতিবিদেরা আমাদের ব্যবসা, বিনিয়োগকে জিম্মি করেছেন। এতে গভীর সংকটে পড়েছে পোশাকশিল্প।” তিনি বলেন, “রাজনৈতিক কর্মসূচির কারণে জানমালের নিরাপত্তা নেই দেখে বিদেশি ক্রেতারা কাজের আদেশ দিতে নিরুৎসাহ বোধ করেন।” আতিকুল ইসলাম দাবি করেন, চলমান অবরোধে আজ সোমবার পর্যন্ত ক্ষতি হয়েছে ৪৫০ কোটি টাকা। ২০১৪-১৫ অর্থবছরে তৈরি পোশাক রপ্তানিতে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দুই হাজার ৬০০ কোটি ডলার। সেই অনুযায়ী এক দিনের অবরোধ বা হরতালে ৬৯৫ কোটি টাকার পোশাক রফতানি বাধাগ্রস্ত হয়। নতুন বার্তা/বিজে/জবা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment